বাংলাহান্ট ডেস্কঃ দুদিনের ত্রিপুরা (tripura) সফরে আজই অর্থাৎ রবিবার আগরতলায় পা রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে গিয়েই বিজেপির বিরুদ্ধে তোপ দাগা থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মাত্র ৩ মাসের মধ্যেই ত্রিপুরায় ২৪ শতাংশ ভোট লাভ করতে পেরেছে তৃণমূল। এখানে শাসক দলের বিরুদ্ধে প্রধান বিরোধী দল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। ত্রিপুরায় বিজেপি দুয়ারে গুণ্ডা মডেল চালাচ্ছে, করে ফেলেছে হার্মাদ–উন্মাদের উল্লাসমঞ্চ। কিন্তু তৃণমূল এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না’।
একদিকে যখন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগুন ছোটাচ্ছেন, তখন অন্যদিকে বড়মুড়া ইকো পার্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বর্ধনা অনুষ্ঠান বাতিল করে ত্রিপুরা প্রশাসন। অভিষেকের সভা বাতিল করায়, বিজেপি ভয় পেয়েছে বলে দাবি করে তৃণমূল শিবির।
.@BjpBiplab, WHAT ARE YOU SCARED OF?
Shri @abhishekaitc’s programme at Baramura ECO park was cancelled at the last minute by the administration. SHAME!
We WILL NOT be intimated by @BJP4Tripura’s fear-mongering tactics. Nothing can stop us from public service. #ShameOnBJP pic.twitter.com/grWwkWbkZt
— AITC Tripura (@AITC4Tripura) January 2, 2022
এখানেই শেষ নয়, এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এক ট্যুইটও করা হয়। যেখানে লেখা হয়, ‘শেষ মুহূর্তে এই ইকো পার্কের অনুষ্ঠান বাতিল করেছে ত্রিপুরা প্রশাসন। এত ভয় কেন আপনাদের? আগে থেকে না জানিয়ে, ভয় পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে। লজ্জা! তবে জনগণের প্রতি পরিষেবা প্রদান বন্ধ হবে না’।
জানিয়ে রাখি, ত্রিপুরা স্টেট রাইফেলসে কর্মী নিয়োগে ব্যাপক বেনিয়মের অভিযোগ করে হাই কোর্টে আবেদন করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁরা দাবি জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের লিখিত পরীক্ষা, মেডিক্যাল ও শারীরিক সক্ষমতা, মৌখিক পরীক্ষার মোট নম্বর প্রকাশ করতে হবে। এরই মাঝে আবার শুক্রবার বিলোনিয়া স্টেশনে বিক্ষোভ দেখান কিছু চাকরিপ্রার্থী। সবমিলিয়ে বেশ সরগরম রয়েছে পড়শি রাজ্য ত্রিপুরা।