বাংলাহান্ট ডেস্ক : কয়লা পাচার মামলায় আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নোটিশ পাঠিয়েছে ইডি (ED)। নির্দেশ দেওয়া হয়েছে আগামী ২ সেপ্টেম্বর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। এই বিষয় নিয়েই এবার রাজ্য রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল। অভিষেককে ইডির তলব নিয়ে সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Trinamool spokesperson Kunal Ghosh)। তিনি বলেন ‘কেন অভিষেক? কারণ অভিষেক বিজেপির গলার কাঁটা। কেন গলার কাঁটা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আর তাঁর সুযোগ্য সেনাপতি অভিষেক।’ এদিন সংবাদমাধ্যমের সামনে কড়া ভাষাতেই বিজেপিকে (BJP) আক্রমণ করলেন কুণালকে।
সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে আগেই বাংলায় কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থাগুলির তদন্তপ্রক্রিয়া নিয়ে সরব হন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘এই সভায় একটু আগেই অভিষেক খুব ভাল বক্তৃতা দিয়েছে, আমার মন বলছে, ওকে কাল না নোটিস ধরায় আবার। আগে তো ওকে নোটিস ধরিয়েছে, ওর বউকেও নোটিস ধরিয়েছে। এবার বোধ হয় ওর ২ বছরের বাচ্চাটাকেও নোটিস ধরাবে।’ ঘটনাচক্রে মমতার এই কথার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অভিষেককে আবারও ডেকে পাঠালো কেন্দ্রীয় সংস্থা।
এদিকে ইডি-র নোটিশ নিয়ে তীব্র সমালোচনা করেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি মোদী-শাহ-নাড্ডা থেকে শুরু করে যতজন এসেছেন। তাঁরা আক্রমণ করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর কুৎসা ছড়াতেন মমতার বিরুদ্ধে। কেন অভিষেক? কারণ বিজেপির গলার কাঁটা। কেন গলার কাঁটা? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী আর তাঁর সেনাপতি হলেন অভিষেক। ইডি-সিবিআই তখন থেকেই চলছে। এবার অভিষেকের বাড়ি সিবিআই- ইডি যাবে। বিজেপির নেতারা তো আগাম বিবৃতি দিয়ে প্রমাণ করেই দিয়েছেন তাঁরা রাজনৈতিকভাবে অভিষেকের মোকাবিলা করতে পারেন না বলেই ছুটে ছুটে দিল্লিতে গিয়ে বলে আসেন একটু এজেন্সিকে পাঠান। আমরা তো ওঁকে আর সামলাতে পারছি না। ফলে অভিষেকের ক্ষেত্রে এটা যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটা ব্যাপার সেটা বিজেপি বিধানসভা ভোটের অনেক আগেই স্পষ্ট করে দিয়েছে।’
সম্প্রতি কুণাল ঘোষের উপন্যাস সমগ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে একে অপরকে কেকও খাইয়ে দিয়েছেন। এমনকী এই কঠিন সময়ে দলের রাশ ধরতে অভিষেকের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাও জোরালো গলায় প্রচার করেছেন কুণাল।
এদিন ইডির তলব প্রসঙ্গে কুণাল আরও জানান, ‘অভিষেক এই চক্রান্তের মোকাবিলা করতে একাই একশো। ইষ্পাত কঠিন স্নায়ু নিয়ে মোকাবিলা করছে ও। ইডির দফতরে হাজিরা দিয়েছে। দীর্ঘ জেরা থেকে বেরিয়ে সে মাথা উঁচু করে তাঁর বিজেপি বিরোধী অবস্থান সে অটুট রেখেছে। তাই এসব করে অভিষেককে দমন করা যাবে না। বিজেপি যেন এটা মনে রাখে।’