এ বার দুয়ারে দুয়ারে অভিষেক, বাড়ি বাড়ি পৌঁছে যাবেন সাংসদের প্রতিনিধি

বাংলাহান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দলের অন্দরে কর্মীদেরকে সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয় নিজেও বরাবরই মানুষের পাশে থাকতেই চেয়েছেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানুষের পাশে থাকাকেই জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করতে চাইছেন। আর সেই কারণেই, আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাবার লক্ষ্যমাত্রা নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নতুন কর্মসূচি গ্রহণ করতে চলেছেন।

জানা গিয়েছে, গত ১৮ জুন পৈলানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির কথা প্রকাশ্যে আনেন ডায়মন্ড হারবারের বিধায়ক। এই নতুন ঘোষণার মধ্য দিয়ে একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে এলাকাবাসীকে তাঁদের যাবতীয় সমস্যার কথা সাংসদকে জানাতে বলেন অভিষেক। সরাসরি মানুষের সঙ্গে কথা বলার এই প্রয়াসকে নিঃসন্দেহে অভিনব বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এই কর্মসূচিকে শুধুমাত্র ফোনালাপের মধ্যেই আটকে না রেখে আরো নানান উদ্যোগ নেওয়া হয়েছে ডায়মন্ড হারবারে বিধায়কের তরফে।

সূত্রের খবর, ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভার অধীনে থাকা প্রতিটি ব্লকের নেতাদের কাছে পৌঁছে গিয়েছে বিশেষ বার্তা। প্রতিটি বুথের ১০ টি পরিবার যারা শাসক দল ঘেঁষা নয় তাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সমসাকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার কথাও বলা হয়েছে। এর পাশাপাশি জানানো হয়েছে, সাক্ষাৎ পর্বের পর বুথভিত্তিক রিপোর্ট তৈরি করে তা পাঠাতে হবে সাংসদের দফতরে।abhishek meeting

সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ব্লক তৃণমূল সভাপতি ও ব্লক তৃণমূল যুব সভাপতিকে এই কর্মসূচির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মহেশতলা, বজবজ, পুজালী ও ডায়মন্ডহারবার পুরসভাগুলিতে বুথভিত্তিক বাড়িতে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তরফে।

প্রশান্তর সংস্থা আইপ্যাকের মস্তিষ্কপ্রসূত এই কর্মসূচিতে দিনের বেলায় বাসিন্দাদের বাড়ি গিয়ে তাঁদের সুখ-দুঃখের কথা জেনে সাংসদের দফতরে পাঠাতে বলা হয়েছে। তবে সরাসরি বিধায়কের সঙ্গে জনসংযোগ যে ভোট বাক্সের ক্ষেত্রে রীতিমতো বড় প্রভাব ফেলবে এ কথা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর