বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই ২৬-এর বিধানসভা নির্বাচন। আসন্ন এই নির্বাচনের ওপরেই নির্ভর করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ। চতুর্থবারের জন্য নীল বাড়ি দখলের লক্ষ্যে একের পর এক বৈঠক করে ব্লুপ্রিন্ট তৈরিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বান্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই লক্ষ্যেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসতে চলেছে তৃণমূলের মেগা বৈঠক। বহুদিন পর তৃণমূলের এত বড় কর্মীসভা অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। এর আগে দলের শেষ বর্ধিত কর্মীসভা হয়েছিল ২০২৩ সালে নভেম্বর মাসে।
মেগা বৈঠকে পাশাপাশি মমতা (Mamata Banerjee)-অভিষেক, গুরুত্ব পাবে কোন বিষয়?
তারপর গত এক বছরের বেশি সময় ধরে এমন আর কোনো বড় কর্মী সভা হয়নি রাজ্যে। তাই শুরু থেকেই বৃহস্পতিবারের এই বৈঠক নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এর পিছনে রয়েছে একাধিক কারণ। প্রসঙ্গত দেড় বছর আগে রাজ্যে যে কর্মীসভা হয়েছিল সেখানে হাজির ছিলেন না দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বান্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি নেতাজি ইন্ডোরের মঞ্চে কিংবা সভাস্থলেও তাঁর কোনো ছবি বা পোস্টারও ছিল না।এছাড়াও এবারের সভাকে ঘিরে রদবদলের চিন্তাও ভাবাচ্ছে অনেককে।
প্রসঙ্গত এবারের সভাতেও অভিষেকের উপস্থিতি নিয়ে দলের অন্দরে চাপা গুঞ্জন তৈরী হয়েছিল। তার নির্দিষ্ট কিছু কারণও আছে। আসলে বিগত কয়েক মাস ধরে শোনা গিয়েছে একাধিক বিষয়ে মমতা (Mamata Banerjee) ও অভিষেকের মতপার্থক্যের কথাও। উল্লেখ্য একুশের ভোটের পর থেকে অভিষেক এক হাতেই সংগঠনের দায়িত্ব সামলে ছিলেন। যদিও আরজি কর কাণ্ডের পর নিজের মুখে খোদ তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, তিনিই দলের শেষ কথা। তিনিই দল চালাবেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মেগা বৈঠকে একই মঞ্চে উপস্থিত থাকবেন মমতা (Mamata Banerjee)-অভিষেক। জানা যাচ্ছে, তাঁদের দুজনের জন্য নাকি দুটি ফুলের তোড়ার আয়োজন করতে বলা হয়েছে। ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে আগামীকালের ওই বৈঠকে তাঁরা দুজনেই সাংগঠনিক সংস্কার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলতে পারেন বলে খবর। ভোটার তালিকায় ভুয়ো তথা ভূতুড়ে ভোটার তাঁদের বক্তৃতার অন্যতম বিষয়বস্তু হতে পারে।
আরও পড়ুন: টার্গেট প্রথম স্থান! বেকারত্ব ঘোচাতে ৫০ হাজার বেকার যুবকের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য
প্রসঙ্গত তৃণমূলের সাংগঠনিক রদবদল অনেক দিন ধরেই জল্পনা চলছে। দলের একাংশ মনে করছেন, আগামীকাল নেতাজি ইনডোরের মঞ্চ থেকেই রদবদলের ঘোষণা সারতে পারেন দলনেত্রী। তবে ভিন্ন মত পোষণ করছেন তৃণমূলের প্রবীণ নেতারা। তাঁদের দাবি, নেতাজি ইনডোরে প্রায় ১৪ হাজার কর্মী, নেতার সামনে এমন ঘোষণা হবে না। তবে কর্মিসভা শেষ হওয়ার পর তা হলেও হতে পারে।
তৃণমূলের মেগা বৈঠকের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে আরও একটি বিষয়। প্রসঙ্গত ২৭ ফেব্রুয়ারি এই সভা করার নিয়ে শুরুতে আপত্তি জানিয়েছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কারণ, শিবরাত্রির পরের দিনই সভা করা ঠিক হবে না বলে মনে করেছিলেন তিনি। কিন্তু গত শুক্রবার কালীঘাটে ঠিক হয়, ২৭ তারিখেই সভা হবে। জানা যাচ্ছে পরের দিন মমতা অভিষেকের সাক্ষাতের পর চূড়ান্ত ঘোষণা করে জানানো হয় সভা বৃহস্পতিবারই হবে।