বাংলাহান্ট ডেস্ক : সন্ত্রাসে মদতদার হিসেবে পাকিস্তানের স্বরূপ গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ভারত সরকারের তরফে সর্বদলীয় সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধি দল পাঠানো হয়েছে বিভিন্ন দেশে। এমনি একটি প্রতিনিধি দলের সদস্য হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) গিয়েছেন জাপানে। সেখানে গিয়ে প্রয়াত প্রাক্তন বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, দেশে ফিরেই কলকাতায় রাধাবিনোদ পালের নামে রাস্তার নামকরণের বিষয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রী এবং মেয়রের সঙ্গে।
কলকাতায় রাধাবিনোদ পালের নামে রাস্তার নামকরণের প্রতিশ্রুতি অভিষেকের (Abhishek Banerjee)
উল্লেখ্য, রাধাবিনোদ পালের নামে কলকাতার রাস্তার নামকরণের প্রতিশ্রুতি গত বছরেই দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু তা কার্যকর হয়নি এখনও। শুক্রবার টোকিওতে রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে অভিষেক শ্রদ্ধা (Abhishek Banerjee) জানানোয় খুশি প্রাক্তন বিচারপতির বর্তমান প্রজন্ম। একই সঙ্গে উঠে এসেছে রাজ্য সরকারের পুরনো প্রতিশ্রুতির কথাও। রাধাবিনোদের পৌত্র সুধীবিনোদ পাল রাজ্য সরকার এবং কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছেন যাতে রাস্তার নামকরণ দ্রুত করা হয়।
আরো পড়ুন : গুঞ্জনই সার, এখনই পদ ছাড়ছেন না মহম্মদ ইউনূস! কবে নির্বাচন হবে বাংলাদেশে?
কথা বলবেন মুখ্যমন্ত্রী ও মেয়রের সঙ্গে: শোনা গিয়েছে, সেকথা নাকি কানে উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। তারপরেই তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ক abhishek Banerjee pলকাতায় ফিরেই রাধাবিনোদের পরিবারের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও এ বিষয়ে কথা বলবেন তিনি
আরো পড়ুন : ‘জলবন্ধ করলে শ্বাসরোধ করব’, হাফিজ সইদের সুরেই ভারতকে প্রকাশ্যে হুমকি পাক সেনাকর্তার
কে ছিলেন রাধাবিনোদ পাল: জানিয়ে রাখি, ১৯৫২-১৯৬৬ পর্যন্ত রাষ্ট্রপুঞ্জে আইন কমিশনের সদস্য ছিলেন রাধাবিনোদ পাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন টোকিও ট্র্যায়ালের অন্যতম বিচারপতি ছিলেন। তিনিই ছিলেন একমাত্র বিচারপতি যিনি নিজের রায়ে বলেছিলেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত সকলেই দোষী নন। এই কারণে জাপানে বিশেষ খ্যাতি রয়েছে রাধাবিনোদ পালের।
প্রসঙ্গত, ভারত পাক সংঘর্ষ বিরতির পরে পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে গিয়েছে সর্বদলীয় সাংসদদের নিয়ে প্রতিনিধি দল। এমনি একটি দলের হয়ে জাপান সফরে গিয়েছেন অভিষেক। এরপর মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ায় যাবে প্রতিনিধি দলটি।