১০ থেকে ১৫ তারিখের…! সম্পূর্ণ ফ্রি’তে মিলবে পরিষেবা, বিরাট পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বাংলা হান্ট ডেস্কঃ শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন দূরে! তবে চোখের অপারেশন সেরে মার্কিন মুলুক থেকে ফিরেই নিজের গড়ে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ডায়মন্ড হারবারের আমতলায় কার্যালয়ে বিজয়া সম্মিলনীতে যোগ দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই নয়া কর্মসূচির ঘোষণা করেছেন অভিষেক। সাময়িক বিরতি কাটিয়ে উপভোটের আগেই ফের সক্রিয় ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল সাংসদ।

এদিন চিকিৎসা পরিষেবায় বাড়তি নজর দেওয়ার কথা বলেন অভিষেক। এবারে এমপি কাপ টুর্নামেন্টের বদলে নিজের সংসদীয় এলাকা জুড়ে স্বাস্থ্য শিবিরের কথা বলেন তৃণমূল সেনাপতি। এই নিয়ে ডেডলাইনও বেঁধে দেন অভিষেক। ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ করে শিবির চালু করার কথা বলেন সাংসদ।

কিভাবে পরিষেবা দেওয়া হবে সেই স্বাস্থ্য শিবিরে? অভিষেক জানিয়েছেন, মোট ৩০ থেকে ৪৫ দিন ধরে স্বাস্থ্য শিবিরগুলি চলবে। সেনাপতির নির্দেশ গোটা ডায়মন্ড হারবার জুড়ে ৭ বিধানসভা কেন্দ্রে আড়াইশো থেকে ৩০০ স্বাস্থ্য শিবির খুলতে হবে। ৫০০ থেকে ৬০০ জন ডাক্তার পরিষেবা দেবেন। সবটাই হবে ফ্রি তে। কোনো টাকার দরকার হবে না। স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

সব কিছুর সুবন্দোবস্ত থাকবে নিখরচায়। থাকবে টেস্ট রুমও থাকবে। এই ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষ ভালো চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন বলে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও নিজের এলাকার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একাধিকবার স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন নেতা।

abhishek banerjee

আরও পড়ুন: মাসে মাসে DA-ই ৯০,০০০ টাকা! জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন কত?

এদিকে সম্প্রতি হেল্প ডেস্ক চালু করেছেন তৃণমূল সাংসদ। এলাকার মানুষের কোথায় সমস্যা হচ্ছে তা জানার জন্য এই হেল্প ডেস্ক চালু করলেন অভিষেক। এই হেল্প ডেস্কের মাধ্যমে দলের নেতা কর্মীরা এলাকার সমস্যা জানতে পারবেন। হেল্প ডেস্ক রাখা থাকবে সাংসদ অফিসে। এদিন অভিষেক নিজের এলাকায় যেতেই তাকে ঘিরে ধরেন দলের কর্মী, সমর্থকেরা শুভেচ্ছায় ভরিয়ে দেন সকলে। অভিষেকও সকলের সঙ্গে জনসংযোগ করেন। চোখের সমস্যা কিছুটা কমতেই নিজের কেন্দ্র নিয়ে ফের ব্যস্ত দলের সেকেন্ড ইন কমান্ড।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর