মমতাকে পিছনে ফেলে দিলেন অভিষেক! তৃণমূলে বিরাট পালাবদল

বাংলা হান্ট ডেস্ক: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। হ্যাঁ, দলের অন্দরে ক্রমশ গুরুত্ব বাড়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আর এবার হোয়াটসঅ্যাপ চ্যানেলের (WhatsApp Channel) ফলোয়ারের সংখ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেললেন তাঁর ভাইপো।

শনিবার সকালের তথ্য বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ারের (Followers) সংখ্যা ৩০ হাজার ৩০০-এর আশেপাশে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এই ফলোয়ারের সংখ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকে টপকে গিয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপ চ্যানেলের ফলোয়ারের সংখ্যা ৩৩ হাজার ৭০০।

উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ চ্যানেল শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। গত ২২ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে অভিষেক এবং মমতার হোয়াটসঅ্যাপ চ্যানেল। স্বাভাবিকভাবেই ফলোয়ারের সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়কেও টপকে যাওয়ায় রাজনৈতিক মহলে এই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।

mamata abhishek

উল্লেখ্য, দলের ভিতরেই ক্রমশ গুরুত্ব বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তাঁর নেতৃত্বে তৃণমূল দিল্লিতে ধর্না কর্মসূচি করেছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। দিল্লি থেকে ফিরে রাজভবনের কাছেও ধর্নায় বসে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। গোটা কর্মসূচিটাই হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে। আর এবার ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি সামনে আসতে রাজনৈতিক মহলে নানা কানাঘুষো শুরু হয়েছে।

উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ নতুন এই ফিচার (WhatsApp New Feature) চালু করার পরেই বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছেন। বাদ যাননি মমতা-অভিষেকও।


Monojit

সম্পর্কিত খবর