ফের প্রবল ঝড়বৃষ্টিতে পণ্ড অভিষেকের জনসভা! মঞ্চ ভেঙে আহত একাধিক কর্মী

বাংলা হান্ট ডেস্ক : ফের ঝড়বৃষ্টিতে ভন্ডুল অভিষেক বন্দ্যোপাধ্যাযের (Abhishek Banerjee) জনসভা। তুমুল ঝড় বৃষ্টি, ত্রিপলের শেড ভেঙে মাথায় পড়ে আহত একাধিক। মঞ্চ ছেড়ে পালালো তৃণমূল (Trinamool Congress) নেতারাই। বন্ধ হয়ে গেল সভা।

শুক্রবার নদীয়ার বাদকুল্লায় বেলা তিনটায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নব জোয়ার কর্মসূচি ছিল। বাদকুল্লার অনামী ক্লাবের মাঠে ত্রিপলের সেড করা হয়েছিল। কুড়ি মিনিট আগে প্রথমে কালো মেঘে ছেয়ে যায়। এরপরেই শুরু হয় প্রবল ঝড় আর বৃষ্টি। দমকা হাওয়ায় রীতিমতো দুল ছিল ত্রিপলের শেড। দমকা হাওয়ায় সেডের একাংশ ভেঙে পড়ে। তখনই মঞ্চে ছিল তৃণমূলের জেলা স্তরের নেতা নেত্রীরা।

মঞ্চের পিছনের ত্রিপল ছিড়ে যেতেই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসে নেতা-নেত্রীরা। শেডর উপর থেকে পড়ে আহত এক পেন্ডেল কর্মী। তাকে তড়িঘড়ি চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে তৃণমূল নেতা রাজিব বন্দ্যোপাধ্যায় বলেন, আবহাওয়ার কারণে মূলত বন্ধ হয়ে গেল জনসভা কর্মসূচি।

abhishek

তবে রাস্তায় মিছিল করে জনসংযোগ কর্মসূচি করার চিন্তা ভাবনা চলছে বলেও জানা তিনি। এই প্রথম নয় এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঝড় বৃষ্টি কারণে বাতিল হয়ে গেছে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো নদীয়ার বাদকুল্লায়।

অপরদিকে, শনিবার গাইঘাটায় তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে যোগ দিতে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বনগাঁ জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ গাইঘাটার হাসপুর থেকে অভিষেক তার নবজোয়ার কর্মসূচি শুরু করবেন। সেখান থেকে জলেশ্বর হয়ে যশোর রোড ধরে গাইঘাটা মোড় ৷

জানা যাচ্ছে, জলেশ্বর শিব মন্দিরে তাঁর পুজো দেওয়ার পরিকল্পনা আছে। এর জন্য মন্দির কর্তৃপক্ষ পুজোর ডালা প্রস্তুত করে রাখছেন ৷ গাইঘাটা মোড় থেকে যশোর রোড ধরে চাঁদপাড়ায় রোড-শো করবেন৷ রামচন্দ্রপুরে রাতে থাকবেন তিনি। রবিবার যাবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে৷ সেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন ৷ বড়মা বীণাপাণি দেবীর ঘর পরিদর্শন করবেন ৷


Sudipto

সম্পর্কিত খবর