‘অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধারের ঘটনা কলঙ্কজনক!’ পার্থ, বালুকে নিয়ে এবার মুখ খুললেন অভিষেক

বাংলা হান্ট ডেস্কঃ দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে ক্রমশ্যই চড়ছে রাজনীতির পারদ। এই আবহেই এবার দল, দুর্নীতি, দলনেত্রী, ইন্ডিয়া জোট থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে আনন্দবাজার অনলাইনেকে একান্ত সাক্ষাৎকার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল সেনাপতির মুখে উঠে এল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) প্রসঙ্গও।

২০২২ সালের জুলাই মাস। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করেছিল ইডি। চোখের সামনে অত কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনা প্রথমবার দেখেছিল রাজ্যবাসী। গ্রেফতার হন পার্থ, অর্পিতা দুজনেই। বর্তমানে ২০২৪। এখনও জেলেই দিন কাটছে তাদের। এবার পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধার কলঙ্কজনক ঘটনা বলে আখ্যায়িত করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনাকে এক ‘কলঙ্কজনক অধ্যায়’ বলে উল্লেখ করলেন অভিষেক। এই প্রসঙ্গে অভিষেক বলেন, ওই ঘটনার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে। দল পার্থের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রিসভা থেকেও তাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে।

রাজ্যের আরেক মন্ত্রীও বর্তমানে দুর্নীতির দায়ে জেলবন্দি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালুকে গত বছর শেষের দিকে রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করেছে ইডি। এদিন সেই বালুকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অভিষেক। পার্থর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও কেন এখনও মন্ত্রীত্ব রয়েছে জ্যোতিপ্ৰিয়র? এর জবাবে অভিষেক বলেন, ‘আজ মন্ত্রী আছেন। কালও যে থাকবেন, তা কে বলতে পারে?”

abhishek

আরও পড়ুন: দুপুরেই অভিষেকের নির্দেশে সাসপেন্ড! সন্দেশখালির শাহজাহান-ঘনিষ্ঠ নেতা উত্তমকে গ্রেফতার করল পুলিশ

পাশাপাশি অভিষেক আরও বলেন, ”ইডি বা সিবিআইকে আপনারা ভগবান ভাববেন না। যে তারা কাউকে গ্রেফতার করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে!” সাংসদের কথায়, রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতেই জ্যোতিপ্রিয়কে ইডি গ্রেফতার করেছে। যদিও কেউ দু পয়সারও দুর্নীতি করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অভিষেক বলেন, ‘জ্যোতিপ্রিয়ের ক্ষেত্রে আমরা শুনেছি যে, তার অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে। তবে এখনও কিছু প্রমাণ করতে পারেনি ইডি। তদন্ত চলছে। আমরা তো চাই, তদন্তে কেউ যদি এতটুকুও দোষী প্রমাণিত হন, তা হলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক!”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর