ব্যাঙ্ককে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার অভিষেক-শ্যালিকার, কিন্তু কেন?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লা পাচার মামলায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি। একের পর এক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা-মন্ত্রীরা হেফাজতে থাকার পাশাপাশি কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একাধিকবার জিজ্ঞাসাবাদ মাঝে মাঝে সেই বিতর্ক বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, অভিষেকের স্ত্রী রুজিরা এবং তাঁর শ্যালিকা মেনকা গম্ভীরকেও (Menaka Gambhi অতীতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এর মাঝেই সম্প্রতি ব্যাঙ্ককে অসুস্থ মাকে দেখতে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্ট একটি মামলা পর্যন্ত দায়ের করেন অভিষেক-শ্যালিকা। তবে এর মাঝে এদিন সেই মামলাটি প্রত্যাহার করে নিলেন তিনি, যে খবর সামনে উঠে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়।

সূত্রের খবর অনুযায়ী, কলকাতা হাইকোর্টে নতুন করে আবেদন জানাতে চলেছেন মেনকা গম্ভীরের আইনজীবী। সেই কারণে পুরনো মামলাটি প্রত্যাহার করে নিলেন তিনি। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির রাজাশেখর মান্থা তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলেই খবর।

উল্লেখ্য, দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে অতীতে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেক শ্যালিকাকে। শুধু তাই নয়, এ ক্ষেত্রে ব্যাঙ্ককে মায়ের কাছে যেতে বাধা পর্যন্ত দেয় ইডি। পরবর্তীতে এ প্রসঙ্গে আবেদন জানিয়ে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নিকট দ্বারস্থ হন মেনকা।

যদিও অপরদিকে মেনকা গম্ভীরের আবেদনের পাল্টা আপত্তি প্রকাশ করেন ইডির আইনজীবী। তাঁর দাবি, “মেনকার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা রয়েছে। এক্ষেত্রে তাঁকে দেশের বাইরে যেতে দেওয়া কোনমতেই উচিত হবে না।”

Untitled design 76

প্রসঙ্গত, গত মাসে ব্যাঙ্কক যাওয়ার সময় দমদম বিমানবন্দরে আচমকাই বাধা দেওয়া হয় মেনকা গম্ভীরকে। পরবর্তীতে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখার পাশাপাশি ইডিকে খবর দেওয়া হয়। এখানেই শেষ নয়, এরপর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের শ্যালিকাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পরবর্তীতে সেই তলব মাঝে তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে যান তিনি। দীর্ঘক্ষন জেরার পরই কলকাতা হাইকোর্টে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন মেনকা। আর এবার কলকাতা হাইকোর্টে পুনরায় একবার মামলা দায়ের করতে চলেছেন অভিষেক-শ্যালিকা।

Sayan Das

সম্পর্কিত খবর