রাতের বেলা কেন রাজভবনের কাছে গিয়েছিলেন অভিষেক পত্নী রুজিরা? এবার ফাঁস আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল তৃণমূলের রাজভবন অভিযান নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। রাজভবনে গেলেও রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাক্ষাৎ না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিষেক (Abhishek Banerjee)। এরপরই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড জানিয়ে দেন রাজ্যপালের দেখা না পাওয়া পর্যন্ত তিনি রাজভবনের (Raj Bhavan) সামনের মঞ্চেই রাত কাটাবেন।

যতক্ষণ না রাজ্যপাল সামনে আসছে ততক্ষণ পর্যন্ত তারা ধর্না মঞ্চ ছাড়বেন না একথাও ঘোষণা করে দেন অভিষেক। গতকালের এই কর্মসূচীতে হাজির ছিলেন দলের প্রথম সারির একাধিক নেতা-মন্ত্রী, কর্মী সমর্থক, আর নেতৃত্বে ছিলেন খোদ এবি। অভিষেক যখন এই ঘোষণা করছিলেন, তখন আকাশে ঘন কালো মেঘ। যে কোনও সময় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা।

এই দুর্যোগের অভিষেক বাইরে রাত কাটাবেন, এই ঘোষণার করার কিছুক্ষণ পরেই ধর্নামঞ্চে হাজির অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। প্রসঙ্গত রাজনীতি থেকে সর্বাদাই ডিস্টেন্স বজায় রাখেন অভিষেক ঘরণী। তৃণমূল কোনও রাজনৈতিক কর্মসূচিতেই তাকে দেখা যায় না। এমনকি অভিষেকের কোনও কর্মসূচীতেও নয়। সর্বদা মিডিয়ার লাইমলাইট থেকে দূরে।

আরও পড়ুন: বছরের পর বছর নিয়ম ভেঙে নিয়েছেন টাকা! মানিকের বিরুদ্ধে মারাত্মক পদক্ষেপ হাইকোর্টের

তবে এদিন রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎই রাজ ভবনের সামনে হাজির হন রুজিরা। তাকে দেখে তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকে কথাও বলতে যান। অরূপ বিশ্বাস সহ কয়েকজনের সাথে কথাও বলেন রুজিরা। অভিষেক তখন ঠায় ধর্না মঞ্চে বসে।

Know the love story of tmc leader Abhishek Banerjee and Rujira Banerjee

তবে তৃণমূল সূত্রে খবর, কোনও রাজনৈতিক কারণে নয়, শুধুমাত্র অভিষেকের খোঁজ নিতে ব্যক্তিগত কারণেই সেখানে গিয়েছিলেন রুজিরা। তবে যে কারণেই হোক না কেন, গতকাল অভিষেক পত্নী রীতিমতো সকলকে চমকেই দিয়েছিলেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর