‘ভিলেন’ শার্লির সিঁথি রাঙিয়ে দিলেন ‘রোহিত’ অভিষেক, প্রাক্তন সুরভীর প্রোফাইলে এখনও উজ্জ্বল অতীত স্মৃতি

Published On:

বাংলাহান্ট ডেস্ক : গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। দুজনের সোশ্যাল মিডিয়া পোস্টই বলে দিচ্ছিল না বলা অনেক কথা। শেষমেষ সময় জল্পনা সত্যি করে মঙ্গলবার অভিষেক বসু (Abhishek Bose) এবং শার্লি মোদক। আইনি বিয়ে সেরে সকলকে কার্যত চমকে দিয়েছেন ‘ফুলকি’র রোহিত। শেষমেষ পর্দার খলনায়িকাকেই বাস্তব জীবনে মন দিয়েছেন তিনি। মঙ্গলবার সম্পর্কটাকে আইনি তকমা দিয়েছেন তাঁরা। এদিকে প্রাক্তন সুরভী মল্লিকের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনও জ্বলজ্বলে অভিষেকের (Abhishek Bose) সঙ্গে অতীতের ‘মধুর’ স্মৃতি।

বিয়ে করলেন অভিষেক (Abhishek Bose) শার্লি

গত সোমবারই অভিষেক (Abhishek Bose) শার্লির সেটে আইবুড়োভাত খাওয়ার ছবি শেয়ার করে বিরাট চমক দিয়েছিলেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। বিয়েটা করতে দেরি করেননি অভিষেক শার্লি। মঙ্গলবার সকালে আশীর্বাদ এবং বৃদ্ধির অনুষ্ঠানের পর সন্ধ্যাতেই সইসাবুদ করে আইনত বিয়ে সারেন দুজনে। সেই বিয়ের ছবি ছড়িয়ে পড়তেই হতভম্ব নেটিজেনরা।

Abhishek Bose and sharly modak got married

গোপনে আইনি বিয়ে: এদিন পিচ রঙা লেহেঙ্গার সঙ্গে কুন্দনের গয়নায় সেজেছিলেন পর্দার ‘শালিনী’। পাশে রোহিতকেও পাওয়া গেল একই রঙের শেরওয়ানিতে। বিয়ে উপলক্ষে ফুলকির গোটা টিমই হাজির ছিল শহরের এক অভিজাত ব্যাঙ্কোয়েটে। সম্পর্ক নিয়ে কোনওদিন প্রকাশ্যে কথা বলতে শোনা যায়নি তাঁদের। বিয়েটাও এমন লুকিয়ে চুরিয়ে। কেন? অভিষেকের (Abhishek Bose) জবাব, তিনি ধোনি ভক্ত। কথা কম আর কাজ বেশি করেন। অন্যদিকে আবেগে বেশি কথাই বলতে পারেননি শার্লি।

আরো পড়ুন : ভারত ‘ধর্ষকদের আখড়া’! পাক নেটনাগরিকের মন্তব্যে সায় দিয়ে ভর্ৎসনার মুখে ভারতীয় কমেডিয়ান

পুরনো স্মৃতি রেখে দিয়েছেন সুরভী: একদিকে যখন সেলিব্রেশনের আবহ, অন্যদিকে এখনো পুরনো স্মৃতি যত্ন করে রেখে দিয়েছেন অভিষেকের (Abhishek Bose) প্রাক্তন সুরভী মল্লিক। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে জ্বলজ্বল করছে দুজনের একসঙ্গে ছবি, রোম্যান্টিক রিল ভিডিও। কমেন্ট বক্সে নেটিজেনদের একাংশ তাঁকে পরামর্শ দিয়েছেন এবার সেগুলি মুছে ফেলতে। একজন লিখেছেন, ‘দিদি এই ভিডিওটা ডিলিট করে দাও। এটা আর রাখার কোনো দরকার নেই। তাঁর বিয়ে হয়ে গিয়েছে। অভিষেকদার থেকে ভালো ছেলে পাওয়ার যোগ্য তুমি’। সুরভীর ইনস্টা স্টোরিতেও ইঙ্গিতপূর্ণ পোস্ট। সেখানে লেখা, ‘ঈশ্বর জানতেন, আমি জানতাম এবার গোটা বিশ্ব জানবে। কর্মফলের শুরু হবে এখন’।

আরো পড়ুন : প্রথম সিরিয়ালেই বাঁধভাঙা সাফল্য, ৩ মাসের বিরতি শেষে নতুন মেগায় ফিরছেন শুভস্মিতা!

প্রসঙ্গত, একাধিক সম্পর্কে জড়ানোর অভিযোগ রয়েছে অভিষেকের (Abhishek Bose) বিরুদ্ধে। দীর্ঘদিন দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। হঠাৎ করেই মাখোমাখো প্রেমে পড়ে বাধা। বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই সুরভীর সঙ্গে প্রেমে শিলমোহর দেন অভিষেক। কেউ তাঁদের আলাদা করতে পারবে না, এমনটাই লিখেছিলেন অভিষেক। শোনা যায়, ২০২৪ এ বিয়ে হওয়ারও কথা ছিল তাঁদের। কিন্তু হঠাৎ করেই ছড়ায় বিচ্ছেদের খবর। কেন ভাঙল সম্পর্ক, তা এখনও জানা যায়নি। তবে শোনা যায়, ফুলকির সেটেই নাকি মন দেওয়া নেওয়া হয়েছিল অভিষেক শার্লির।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X