পরিবার নিয়েই সমস‍্যা! দিয়ার সঙ্গে তিন বছরের সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন অভিষেক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: জন্ম, মৃত‍্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। এই প্রবাদে প্রেমটাও যোগ হলে বোধকরি সম্পূর্ণ হত। জীবনের পথে চলার সময় মনের মানুষটা কোন বাঁকে মিলবে তা আগে থেকে কেউই বলতে পারে না। ঠিক যেমন অভিষেক বোসও (abhishek bose) জানতেন না দিয়া মুখোপাধ‍্যায়ের (diya mukherjee) সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়ে সুরভী মল্লিকের মতো মানুষের সন্ধান পাবেন তিনি।

অভিষেক, দিয়া দুটি নামই টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পরিচিত এবং জয়প্রিয়। সিরিয়াল প্রেমীদের কাছে তাঁরা ‘গঙ্গারাম’ এবং ‘শ্রীতমা’ নামে পরিচিত। অভিনয়ের বাইরেও দুজনের সম্পর্কের জন‍্যও জনপ্রিয় ছিলেন তাঁরা। কিন্তু সেসব এখন অতীত। দিয়ার সঙ্গে বিচ্ছেদের পর সহ অভিনেত্রী সুরভীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিষেক।


সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, সুরভীর মতো একজন মানুষকে পেয়ে তিনি নিজেকে ভাগ‍্যবান মনে করেন। তাঁর কথায়, সুরভীর সঙ্গে দেখা হওয়াটা ‘ভবিতব‍্য’। অভিনয়ের সূত্রে দেখা না হলেও ঈশ্বর ঠিক কোনো না কোনো ভাবে তাঁদের মিলন করিয়ে দিতেন বলেই বিশ্বাস অভিষেকের।


দিয়ার সঙ্গে তিন বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক। তাঁদের আচমকা বিচ্ছেদে অবাক হয়েছিলেন সকলেই। এতদিন এ বিষয়ে কোনো কথা বললেও এবার মুখ খুলেছেন অভিনেতা। তাঁর অভিযোগ, বিচ্ছেদের পর কেউ যদি মুখ বন্ধ করে রাখে তাহলে সে খলনায়ক হয়ে যায়। প্রথমে তিনি চুপ ছিলেন, ভেবেছিলেন মানুষ তাঁর দোষ দিলেও দিয়া প্রতিবাদ করবেন। কিন্তু তেমনটা না হওয়াতেই বাধ‍্য হয়ে মুখ খুলেছেন অভিষেক।


তাঁর দাবি, এতদিন ধরে অনেক নেতিবাচকতা সহ‍্য করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। পরিবার নিয়ে সমস‍্যা চলছিল অনেক দিন ধরেই। তিনি বলেন, এমন কিছু বিষয় আছে যেগুলো আগে জানলে সম্পর্কটা তৈরিই হত না। ভালবাসা দিয়েই সবটা ঠিক করতে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষমেষ তাঁর ও তাঁর পরিবারের ভবিষ‍্যৎই গুরুত্বহীন হয়ে পড়লে সেটা মানা সম্ভব হত না অভিষেকের পক্ষে। তাই বিচ্ছেদ। তবে দিয়ার ভাল হোক সেটাই চান অভিষেক।

সম্পর্কিত খবর

X