ডিসেম্বরেই ছিল বিয়ের প্ল্যান, সুরভীকে ভুলে এবার শার্লির সঙ্গে প্রেমে শিলমোহর অভিষেকের!

বাংলাহান্ট ডেস্ক : সুরভী মল্লিকের সঙ্গে প্রেম ভেঙেছে আগেই। ‘ফুলকি’র নায়ক অভিষেক বসুর (Abhishek Bose) সম্পর্কে বিচ্ছেদের খবর এখন আর কারোরই জানতে বাকি নেই। তবে কিছুদিন আগেই রটেছিল আরেক গুঞ্জন। ভাঙা হৃদয়ে মলম লাগানোর মানুষও নাকি ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন পর্দার ‘রোহিত’। তিনি তাঁরই সিরিয়ালের খলনায়িকা। বাস্তবে অবশ্য অভিষেকের (Abhishek Bose) জীবনে নায়িকা হয়েই প্রবেশ করেছেন তিনি। শার্লি মোদক, বর্তমানে নাকি তাঁর প্রেমেই মজেছেন ফুলকির হিরো।

অভিষেক (Abhishek Bose) শার্লির প্রেমের গুঞ্জন অব্যাহত

অভিষেক (Abhishek Bose) শার্লির প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে টেলিপাড়ায়। দুজনেরই মন ভেঙেছে কিছুদিন আগে পরে। সুরভীর সঙ্গে বিগত কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন অভিষেক। চলতি বছরের শেষেই বিয়ের কথাও ছিল দুজনের। কিন্তু তার আগেই ছিটকে গেলেন দুজনে। ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করেছেন তাঁরা। পুরনো ছবিগুলি আগে রেখে দিলেও বর্তমানে তাও মুছে ফেলেছেন। অন্যদিকে সাত বছরের সম্পর্ক ভেঙেছে শার্লির। দীর্ঘদিনের প্রেমিক মৃত্যুঞ্জয়ের সঙ্গে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর।

Abhishek bose shared special post for sharly

সরাসরি শার্লির জন্য বিশেষ পোস্ট অভিনেতার: দুই সহ অভিনেতার প্রেমের গুঞ্জন রটতে দেরি হয়নি। তাতে অবশ্য বেশ বিরক্তই হয়েছিলেন অভিষেক (Abhishek Bose)। কোনো মেয়ের যেন সম্মানহানি না হয়, এই মর্মে একটি পোস্টও করেছিলেন তিনি। যদিও পরে তা মুছে ফেলেন অভিনেতা। আর এবার সরাসরি শার্লির উদ্দেশে একটি বার্তা দিলেন অভিষেক।

আরো পড়ুন : উঠেছিল সংসার ভাঙার অভিযোগ, শ্রাবন্তীকে পাশে নিয়ে জিতুর ঘোষণা, ‘কোনো গুঞ্জনই আর…’

করেই দিলেন প্রেমের ইস্তাহার: নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিষেক (Abhishek Bose) লিখেছেন, ‘২০২৪ আমাকে তোমায় দিয়েছে, তাই এই বছরটাকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি’। তবে কি এবার প্রকাশ্যেই প্রেমে শিলমোহর দিলেন অভিষেক? অনুরাগীদের একাংশের মত তেমনটাই। আবার অনেকে প্রশ্ন তুলেছেন, শার্লির জন্যই কি ভাঙল অভিষেক (Abhishek Bose) সুরভীর সম্পর্ক? যদিও তাঁদের বিচ্ছেদের নেপথ্যে কী কারণ তা এখনো জানা যায়নি।

আরো পড়ুন : লিপস্টিক-নেলপলিশ থেকে সিগনেচার ক্যাটআই চশমাতেও থাকত ছোঁয়া, নির্মলা মিশ্রের প্রিয় রঙ কী ছিল জানেন?

শার্লি অবশ্য আগেই জানিয়েছেন, ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম নিয়ে এখন কোনো কথাই তিনি বলতে চান না। কেরিয়ার এখন তাঁর মূল ফোকাস। ছোট ছিলেন যখন, প্রেম করেছেন, সেটা গোপনও করেননি কখনো। কিন্তু এখন অনেকটাই পরিণত শার্লি। কোনো কিছু স্থায়ী না হওয়ার আগে প্রেম, সম্পর্ক নিয়ে কাউকেই কিছু জানাতে চান না তিনি। নতুন সম্পর্ক নিয়ে কিছু বলতে না চাইলেও উড়িয়েও দেননি শার্লি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর