অন‍্যের খারাপ চাইলে নিজের ভাল হয় না, নাম না করে প্রাক্তন দিয়াকে কটাক্ষ অভিষেকের!

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিপাড়ার একসময়ের জনপ্রিয় জুটি ছিল অভিষেক বসু (Abhishek Bose) ও দিয়া মুখোপাধ‍্যায়ের (Diya Mukherjee)। কিন্তু সেই সম্পর্কের ছিটেফোঁটাও এখন আর অবশিষ্ট নেই। বরং বেশ খারাপ ভাবেই শেষ হয়ে গিয়েছে তাঁদের প্রেম। নতুন মনের মানুষকে খুঁজে নিয়েছেন অভিষেক। ‘গঙ্গারাম’ সিরিয়ালেরই সহ অভিনেত্রী সুরভি মল্লিকের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি।

কিন্তু অভিষেকের এই নতুন সম্পর্ক অনেকেই মেনে নিতে পারছে না। দিয়ার সঙ্গে তাঁকে দেখে দেখে অভ‍্যস্ত হয়ে গিয়েছিলেন সকলেই। ফলতঃ ট্রোলের মুখে পড়তে হচ্ছে নতুন জুটিকে। এবার যাবতীয় সমালোচনার উত্তর দিলেন অভিষেক। সঙ্গে নাম না করে কটাক্ষ শানালেন দিয়াকেও।

1609967980 5ff6296c819b0 abhishek bose diya mukherjee
সুরভির সঙ্গে দুটি ছবি শেয়ার করে অভিষেক লিখেছেন, ‘কিছু মানুষ আছে যারা তোর আর আমার খারাপ চায় এবং তারা চায় যে আমরা যেন আলাদা হয়ে যাই। তারা চায় আমরা যেন ভাল না থাকি। তোর আমার ছবিতে আমাদের অভিশাপ দিয়ে নিজেদের ভগবান মনে করে। কিন্তু কোনো নেতিবাচকতা আমাদের আলাদা করতে পারবে না সুর’।

অভিষেক আরো লিখেছেন, ‘তোকে আমি চিনি আর তুই আমাকে চিনিস। আর যারা ভান করে যে তারা আমাদের সবাইকে চেনে, আর আমাদের ব‍্যক্তিগত জীবন না জেনে যারা প্রতিনিয়ত আমাদের খারাপ চাইতে পারে ঈশ্বর তাদের ঠিক দেখে নেবেন। তারা সবাই একদিন বুঝবে, অন‍্যের খারাপ চাইলে নিজের ভাল হয় না।’

IMG 20220220 195848
অভিষেকের কথায়, ‘জীবনে অনেক ভুল পেরিয়ে যাকে খুঁজছিলাম তাকে পেয়েছি। আমি কী পেয়েছি আমি জানি। দুনিয়া আমাদের মিলিয়ে দিয়েছে। যারা আমাদের সমালোচনা করে চলেছেন তাদের উদ্দেশে বলি, আমার জীবন, আমার পরিবার, আমার ভবিষ‍্যৎ, আমার দায়িত্ব, আমি কাউকে ছোট করিনা ও করতে চাইও না। কিন্তু আমার কাছের মানুষকে প্রকাশ‍্যে হেনস্থা করার অধিকার কারোর নেই। নিজেরা ভাল থাকুন। আর যারা নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা করছেন, ভুল করছেন।’

https://www.instagram.com/p/CaKaTYdvbFI/?utm_medium=copy_link

নেটনাগরিকদের একাংশের মতে, নাম না করে দিয়া ও তাঁর অনুরাগীদের কটাক্ষ করেছেন অভিষেক। এর আগে তিনি জানিয়েছিলেন, এতদিন ধরে অনেক নেতিবাচকতা সহ‍্য করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। পরিবার নিয়ে সমস‍্যা চলছিল অনেক দিন ধরেই।

তিনি বলেন, এমন কিছু বিষয় আছে যেগুলো আগে জানলে সম্পর্কটা তৈরিই হত না। ভালবাসা দিয়েই সবটা ঠিক করতে চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু শেষমেষ তাঁর ও তাঁর পরিবারের ভবিষ‍্যৎই গুরুত্বহীন হয়ে পড়লে সেটা মানা সম্ভব হত না অভিষেকের পক্ষে। তাই বিচ্ছেদ।

Niranjana Nag

সম্পর্কিত খবর