‘স্বাধীনতা সংগ্রামী’ অভিষেক চট্টোপাধ্যায়কে শ্রদ্ধার্ঘ! তৃণমূল নেতার পোস্টারে সমালোচনার ঝড়

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee) যে একজন ‘স্বাধীনতা সংগ্রামী’ ছিলেন তা কি জানতেন? না এমন দাবি আমরা করছি না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকারের একটি পোস্টারে এমনি দাবি করা হয়েছে। প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টারে লেখা হয়েছে তিনি নাকি ‘স্বাধীনতা সংগ্রামী’ ছিলেন।

ঠিক কী হয়েছে ঘটনাটা? সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারের ছবি এখন ভাইরাল। সেখানে প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের ছবির নীচে লেখা, ‘ভারচীয় স্বাধীনতা সংগ্রামী’ অভিষেক চট্টোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমি গভীর ভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ও পরিবারের প্রতি সমবেদনা জানাই’। নীচে কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকারের নাম ও ছবি।

abhishek shishir 1648385570430
পোস্টারটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ট্রোল সমালোচনা তো দেদারে চলছেই। এমনকি পরিচালক অনীক দত্তও পোস্টারটি শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কটাক্ষ, অশিক্ষার নিদর্শন। এটা কি সম্মান জানানো নাকি অশ্রদ্ধা?

যদিও বিষয়টা নিয়ে শিশির কর্মকারের বক্তব্য আলাদা। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের কাছে তাঁর দাবি, নদিয়ায় ডিজি বাংলা চ্যানেলের সঙ্গে নির্বাচনের আগে চুক্তি হয়েছিল যে তারা তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে। নির্বাচনের পরে তিনি প্রচার বন্ধ করে দেওয়ার অনুরোধ করলেও তাঁর কথা শোনা হয়নি বলেই দাবি শিশির কর্মকারের।

এরপরেই তাঁর অভিযোগ, সম্ভবত বিরোধী দলের কথাতেই এই ধরনের নোংরামি হচ্ছে। পুলিসে অভিযোগ করার পরেই তিনি ফের মন্তব্য করেন, ডিজি বাংলার তরফে স্বীকার করা হয়েছে যে ওটা ভুল ছিল। তাঁর নির্দেশ মেনে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চাওয়া হয়েছে। কিন্তু ক্ষমা করতে রাজি নন শিশির কর্মকার। তাঁর অভিযোগ, ষড়যন্ত্র করা হয়েছে তাঁর বিরুদ্ধে। কোনো ভাবেই বিষয়টা মেনে নেবেন না তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর