মেয়ের জন্মদিনের জায়গাতেই বাবার শ্রাদ্ধের আয়োজন! অভিষেকের মৃত‍্যুর পর মনের ইচ্ছা জানাল মেয়ে ডল

বাংলাহান্ট ডেস্ক: আর্থিক অবস্থা যেমনি হোক না কেন, সব বাবার কাছেই তাদের মেয়েরা রাজকন‍্যেই হয়। ব‍্যতিক্রম ছিলেন না অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়ও (Abhishek Chatterjee)। আদ‍্যোপান্ত ‘ফ‍্যামিলি ম‍্যান’ অভিষেকের প্রিয় ছিল অভিনয় আর মেয়ে সাইনা ওরফে ডল। বাবার মতো ১২ বছরের সাইনাও অভিনেত্রীই হতে চায়।

অভিষেকের অকাল মৃত‍্যুর পর এগারো দিনের মাথায় গত রবিবার হয়েছে শ্রাদ্ধানুষ্ঠান। অভিনেতার অ্যাপার্টমেন্টের কমিউনিটি হলেই আয়োজন করা হয়েছিল শ্রাদ্ধের‌। ভাগ‍্যের এমনি পরিহাস, এই হলেই প্রত‍্যেক বছর একমাত্র মেয়ের জন্মদিনের পার্টি দিতেন অভিনেতা।

FB IMG 1648645411446 1
মাত্র বারো বছর বয়স সাইনা। এর মধ‍্যে এত বড় ধাক্কা! কী প্রভাব পড়ছে শিশুমনে? জানা গিয়েছে, বাবা না থাকার শোক যতটা সম্ভব ভুলিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে সাইনার। বন্ধুদেরকেও বলে দেওয়া হয়েছে বাবার সম্পর্কে কোনো কথা যেন আলোচনা না করা হয়।

বাবা চলে যাওয়ার পর প্রথম বার মুখ খুলেছে সাইনা। টিভি নাইন বাংলাকে অভিষেকের আদরের ডল জানিয়েছে, সেও বড় হয়ে অভিনেত্রী হতে চায়। অভিনয় করতেও পারে সাইনা। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুযোগ পায়নি সে। অভিনেতার স্ত্রী সংযুক্তাও জানান, অভিষেকও চাইতেন যে মেয়ে অভিনয়ে আসুক। তবে ডল যেটা চাইবে সেটাই হবে বলে জানান সংযুক্তা।

রবিবার স্বামীর পারলৌকিক কাজ করেন স্ত্রী সংযুক্তাই। অনুষ্ঠানের জায়গাটি ভরিয়ে দেওয়া হয়েছিল রজনীগন্ধার মালায়। অভিনেতার বিভিন্ন বয়সের একাধিক ছবি সাজিয়ে রাখা হয়েছিল। অনুষ্ঠান ঘরের মাঝে অভিনেতার একটি বড় আকারের সাদা কালো ছবি মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল।

এদিন টলি ও টেলিপাড়ার একাধিক চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন প্রয়াত অভিনেতার শেষ কাজে। উপস্থিত ছিলেন অভিষেকের দীর্ঘদিনের বন্ধু কৌশিক বন্দ‍্যোপাধ‍্যায়, লাবণি সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ‍্যায়, রাজ চক্রবর্তীরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর