বাংলাহান্ট ডেস্ক: হালের টলিউডে একের পর এক বিবাহ বিচ্ছেদের খবরের মধ্যেও কিছু চিরন্তন জুটির বিবাহ বার্ষিকী পালনের খবর মন ভাল করে দেয়। এমনি এক তারকা দম্পতি হল অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (abhishek chatterjee) ও সংযুক্তা চট্টোপাধ্যায়। আজ দাম্পত্য জীবনের তেরো তম বছর উদযাপন করলেন দুজন।
তেরো বছর আজকের দিনেই সংযুক্তাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন অভিষেক। এতগুলো বছর সুখে দুঃখে একে অপরের পাশে থেকেই কাটিয়ে দিয়েছেন দুজন। এক ফুটফুটে মেয়ে রয়েছে অভিষেক সংযুক্তার। স্ত্রী কন্যাকে নিয়ে এখন সুখের সংসার অভিনেতার। পেশাগত জীবনে বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় এসে অভিনয়টাও পাল্লা দিয়ে চালিয়ে যাচ্ছেন তিনি।

এই বিশেষ দিনে তেরো বছর আগের কিছু স্মৃতি রোমন্থন করেছেন অভিষেক। বিয়ের সময়ে ছটি ছবি শেয়ার করেছেন তিনি। আংটি বদল থেকে সিঁদুর দান ও বিয়ের অন্যান্য আচার অনুষ্ঠানের ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেতা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাই রায়ার আশীর্বাদ ও আপনাদের সকলের শুভ কামনায় হাতে হাত ধরে ১৩ বছর পেরিয়ে এলাম আমরা। আশীর্বাদ করবেন।’

প্রসঙ্গত, তরুণ মজুমদার পরিচালিত পথভোলা ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন অভিষেক। নব্বইয়ের দশকের বাংলা ছবির জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম অভিষেক চট্টোপাধ্যায়। একটা সময় নায়ক হিসেবে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ৩৫ বছরে ২৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অভিষেক।
তখনকার সময়ের অত্যন্ত পরিচিত মুখ তিনি। সংঘর্ষ, ফিরিয়ে দাও, দহন, বাড়িওয়ালি, মধুর মিলন , মায়ের আঁচল, আলো ,ওয়ান, নীলাচলে কিরীটির মতো বহু হিট ছবি উপহার দিয়েছেন তিনি দর্শকদের। এমনকি এখনো তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাঁটা পড়েনি। এখন খড়কুটো সিরিয়ালে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করছেন অভিষেক।