‘ওরা ওঁর কেরিয়ার শেষ করতে সবকিছু করেছে’, পরোক্ষে প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে নিশানা অভিষেক-পত্নির?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত অভিষেক চট্টোপাধ‍্যায়ের (Abhishek Chatterjee) সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সম্পর্কটা যে বিশেষ ভাল ছিল না তা অনেকেই জানেন। এমনকি অভিষেক নিজে জানিয়েছিলেন, বড়পর্দায় তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছিলেন টলিপাড়ার এই হিট জুটি। এবার নাম না করে স্ত্রী সংযুক্তাও নিশানা করলেন প্রসেনজিৎ ঋতুপর্ণাকে!

দিন কয়েক আগেই গুজব ছড়িয়েছিল, অভিষেকের মৃত‍্যুর পর সংযুক্তা নাকি সাহায‍্যের আবেদন করেছেন তাঁর পুরনো সহকর্মীদের কাছে। ইন্ডাস্ট্রির প্রথম সারির কয়েকজন অভিনেতা অভিনেত্রী নাকি সাহায‍্যের হাতও বাড়িয়েছেন। এরপরেই স্বামীর ফেসবুক হ‍্যান্ডেল থেকে নিজে লিখিত ভাবে সমস্ত গুজবের প্রতিবাদ জানান সংযুক্তা।


রবিবার অভিষেকের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এদিন সংবাদ মাধ‍্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবারো এই প্রসঙ্গ তুলে সরব হন সংযুক্তা। তিনি জানান, অভিষেক চলে যাওয়ার পর থেকেই নিজেকে সোশ‍্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু তাঁর পরিচিতরা জানান, গুজব ছড়িয়েছে যে এক অভিনেতা নাকি তাঁকে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন।

সংযুক্তা বলেন, যে অভিনেতার কথা উঠেছিল তাঁর সঙ্গে অভিষেকের সম্পর্ক খুব একটা ভাল ছিল না। তাঁর কেরিয়ার শেষ করতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন ওই অভিনেতা। আরেক অভিনেত্রীও নাকি পাঁচ লাখ টাকা দিয়েছেন বলে গুজব ছড়ায়।

সংযুক্তার কথায় “আমি নাম নিচ্ছি না, তবে তাঁরা অভিষেকের কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য যা যা করার সব করেছে। যে সময় অভিষেক কেরিয়ারের শীর্ষে ছিল, সেই সময় ২২ টি ছবি থেকে অভিষেককে সরিয়ে দিয়েছিল তাঁরা। তাঁরা নাকি আমাকে অর্থ সাহায্য করেছেন! শোকবার্তাই পাঠায়নি আর ব্যক্তিগতভাবে অর্থ সাহায্য তো দূরের কথা।”


সংযুক্তা আরো জানান, তিনি এমনো শুনেছিলেন যে এক প্রখ‍্যাত ক্রিকেটার নাকি তাঁদের মেয়ের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। কিন্তু যখন তিনি শোনেন যে অভিষেকের অবর্তমানে তিনি সবার কাছে হাত পাতছেন তখন আর চুপ করে থাকতে পারেননি সংযুক্তা।

তাঁর মনে হয়েছিল যেন অভিষেক নিজে বলছেন জবাবটা দিতে। সংযুক্তা স্পষ্ট বলেন, তাঁয যা বেতন তাতে তিনি নিজে সংসারের হাল ধরতে পারতেন। কিন্তু অভিষেক নিজের ইচ্ছায় সংসার চালাতেন। তিনি কারোর কাছে কখনো হাত পাতেননি। যখন তাঁকে ছবি থেকে বের করে দেওয়া হয় তখনো না। আর তাঁর স্ত্রী হয়ে তিনিও কারোর কাছে সাহায‍্য নেওয়ার কথা ভাবতেও পারেন না।

X