ফের ব্যর্থ মন্ত্রী মনোজ, ধুঁকতে থাকা বাংলার মান বাঁচালেন অভিষেক পোড়েল ও শাহবাজ আহমেদ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বরোদার বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন মনোজ তিওয়ার। প্রথম ইনিংসে সেবার শূন্য রানে আউট হয়েছিলেন বাংলার এই সিনিয়র ক্রিকেটার। পরে দ্বিতীয় ইনিংসে ৫টি চারের সাহায্যে ৩৭ রান করে সেট হয়েও হতাশ করেছিলেন। যদিও মনোজের সেই ৩৭ রান বাংলার জয়ের রাস্তা তৈরি করেছিল।

কিন্তু এবার হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হন আইপিএল এবং ঘরোয়া ক্রিকেট সহ জাতীয় দলের হয়েও একসময় নিজেকে প্রমাণ করা তারকা। আজ তিনি ১৩টি বল খেলে মাত্র ২ রান করে ড্রেসিংরুমে ফেরেন। তনয় ত্যাগরাজনের বলে এলবিডব্লিউ হয়ে ক্রিজ ছাড়েন বাংলার ক্রীড়ামন্ত্রী।

গত ম্যাচের মতো এই ম্যাচেও হতাশ করেছেন বাংলার টপ অর্ডার। ম্যাচের শুরুতেই অভিমন্যু ঈশ্বরণ আউট খাতা না খুলেই আউট হয়ে ফিরে যান। এরপর সেট হয়েও একে একে আউট হয়ে ফিরে যান সুদীপ ঘরামী (১৪), ঋত্বিক রায়চৌধুরী (৩৩), সায়ন শেখর মন্ডল (৩৪), অনুস্টুপ মজুমদার (২৯)। ৫০ ওভার শেষে ৬ জন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে মাত্র ১২৯ রানে ধুঁকছিল বাংলা।

Abhishek Porel

সেই সময় বাংলাকে একবার ফের ভরসা দেন গত ম্যাচের দুই নায়ক শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল। বরোদা ম্যাচেও বাংলার ভরসা হয়ে উঠেছিলেন এই দুজন। শাহবাজ ৪০ রান করে আউট হন। আর তরুণ উইকেটরক্ষক অভিষেক পাল্টা আক্রমণ করে ৬২ বলে ৭৩ রান করেন। বাংলা অলআউট হয় ২৪২ রানে। দিনের শেষে মুকেশ কুমারের দাপুটে বোলিংয়ে ১৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে হায়দরাবাদ।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর