ভারত ‘ধর্ষকদের আখড়া’! পাক নেটনাগরিকের মন্তব্যে সায় দিয়ে ভর্ৎসনার মুখে ভারতীয় কমেডিয়ান

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও কাণ্ডে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন। এমনকি এই হামলায় পাকিস্তানেরও (Pakistan) সক্রিয় ভূমিকা রয়েছে বলে প্রমাণ পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। দুই দেশের মধ্যে পরিস্থিতি যখন জটিল হয়ে উঠছে তখনই বিষ্ফোরক কাণ্ড ঘটিয়ে বসলেন জনপ্রিয় কৌতুক শিল্পী অভিষেক উপমন্যু। এক পাকিস্তানি (Pakistan) নেটনাগরিকের মন্তব্যে সায় দিয়ে সমালোচনার মুখে পড়লেন তিনি।

কী বলেছিলেন পাকিস্তানি (Pakistan) নেটনাগরিক?

ঠিক কী ঘটেছে ঘটনাটি? সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিদের (Pakistan) কটাক্ষ করে একটি মন্তব্য করেছিলেন একজন ভারতীয় নেটনাগরিক। তার পালটা দিয়ে এক পাক নেটনাগরিক মন্তব্য করেন, ‘গোটা বিশ্ব তো আপনাদের দেশকে ধর্ষকদের আখড়া হিসেবে চেনে। আর সেটাই ঠিক। বেশিরভাগ ভারতীয়দের কুরুচিকর মন্তব্যে হাসি পায়। পশ্চিমের দেশগুলির কাছে আপনারা বর্ণবৈষম্যেরই যোগ্য’।

Abhishek upamanyu trolled for supporting Pakistan man

সমর্থন করেন অভিষেক: এই মন্তব্যেরই সমর্থন করতে দেখা গিয়েছে উপমন্যুকে। আর তার পরেই তীব্র ভর্ৎসনার মুখে পড়েন তিনি। বর্তমানে যখন পরিস্থিতি এমন চলছে, এই অবস্থায় তিনি কীভাবে একজন পাক (Pakistan) নেটনাগরিকের এহেন কুৎসিত মন্তব্যকে সমর্থন করলেন? শোনা যাচ্ছে, সমালোচনার মুখে পড়ে নাকি এক্স হ্যান্ডেলটাই নিষ্ক্রিয় করে দিয়েছেন অভিষেক।

আরো পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ’, নিহত কমান্ডো ঝন্টু আলি শেখের পরিবারকে সহায়তায় মুখ্যমন্ত্রীর প্রশংসা শুভেন্দুর

তীব্র ক্ষোভের মুখে কমেডিয়ান: এমনিতে স্ট্যান্ডআপ কমেডিয়ানদের মধ্যে বেশ জনপ্রিয় অভিষেক। তাঁর কৌতুক জ্ঞান যথেষ্ট জনপ্রিয় নেটিজেনদের মধ্যে। কিন্তু পাক (Pakistan) নেটিজেনের এহেন মন্তব্যে সায় দিয়ে কার্যত সকলের রোষানলে পড়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অভিষেক।

আরো পড়ুন : এবার জমবে খেলা! পহেলগাঁওয়ের বদলায় যেমন খুশি ‘অ্যাকশন’এ ৩ বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ মোদীর

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁও এর বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে একজন স্থানীয় কাশ্মীরি বাদে বাকি ২৫ জনই পর্যটক। রীতিমতো নাম, ধর্ম জিজ্ঞাসা করেন তাঁদের গুলি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে। এবার তিন ভারতীয় সেনাবাহিনীকেই অ্যাকশন নেওয়ার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X