করোনা থাবা অভিষেকের পরিবারে, আক্রান্ত হলেন স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়

বাংলাহান্ট ডেস্কঃ করোনা থাবা এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) পরিবারে। করোনা আক্রান্ত হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। মুখ্যমন্ত্রীর ভাইপো তথা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।

সূত্রের খবর, বিগত বেশ কিছু দিন ধরেই শারীরিক দিক থেকে বেশ কিছুটা দুর্বল ছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় সোমবার সকালেই তাঁর করোনা টেস্ট করা হয়। টেস্টের রিপোর্ট হাতে আসার সাথে সাথেই সোমবার সন্ধ্যে সাড়ে ৭টা তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

Wife and daughter of Abhishek Banerjee

প্রসঙ্গত, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে বাইপাস সংলগ্ন এই হাসপাতালেই ভর্তি রয়েছেন। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়েরও করোনা রিপোর্ট পজেটিভ আসায়, তাকেও এই একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর