বাংলা হান্ট ডেস্ক : সামনেই লোকসভা ভোট। আর তার আগে লোকসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের (Election Commission) দ্বারস্থ রাজ্য বিজেপি (BJP)। শুক্রবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে কলকাতাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করে বিজেপি। সেখানে তাদের মূল অভিযোগ, বহু জায়গা থেকে নাকি বেছে বেছে কেবল বিজেপি নেতাকর্মীদের নামই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে।
কমিশনের কাছে বিজেপি প্রতিনিধি দলের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রেই সবচেয়ে বেশী কারচুপি হয়েছে। এখানে জানিয়ে রাখি যে, তালিকা সংশোধন করে জানুয়ারি মাসের ২২ তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু এই তালিকায় গলদ নিয়েই যত সমস্যার সূত্রপাত।
নির্বাচন কমিশনে শুভেন্দুদের দেওয়া চিঠি অনুযায়ী ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতা বিধানসভা এলাকাতে বিজেপির সাংগঠনিক জেলার অনেক পদাধিকারীর নাম নাকি বাদ গিয়েছে। ভোটারদের নাম বাদ যাওয়া ছাড়াও সেখানে বুথের গোলমাল থেকে শুরু করে একগুচ্ছ বিষয় নিয়ে সরব রাজ্য বিজেপি। এখানে উল্লেখ্য যে, ভোটার তালিকায় কারচুপি নিয়ে কিছুসময় আগেই কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল।
আরও পড়ুন : মালদহের পর এবার বীরভূম, রাহুলের কনভয়ে ধাক্কা পুলিশের, চালককে মারধর
আগেরবার সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেও এবার একদিনের মধ্যে শুনানির আর্জি জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল। জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শিশির বাজোরিয়াকে সাথে নিয়ে কমিশনে যান শুভেন্দুরা। সেখানে তাদের সাথে ছিলেন ডায়মন্ড হারবার আসন এলাকার একগুচ্ছ বিজেপি কর্মি যাদের নাম নেই ভোটার তালিকায়।
আরও পড়ুন : জ্ঞানবাপী মামলায় ফের বড় ধাক্কা মুসলিম পক্ষের, মসজিদ কমিটির আর্জি নাকচ করল এলাহবাদ হাই কোর্ট
সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে শুভেন্দু বলেন, ‘‘এটা হিমশৈলের চূড়া মাত্র। চোর বিডিওগুলো এই নোংরা কাজের সাথে যুক্ত। অনেক রিটার্নিং অফিসার ও মহকুমাশাসকও এই অপকর্মে জড়িত। মৌখিক সমর্থন দিয়েছেন অনেক জেলাশাসক। এ বারের ভোটার তালিকায় যে ভাবে সংগঠিত চুরি হয়েছে, সেটা ভূভারতে কখনও হয়নি।’’
শুভেন্দু আরও বলেন যে, ‘‘কেন্দ্রের তরফে বলা হয়েছিল, যদি কোনও মৃতের নাম থেকে যায়, কোনও চুরি হয় তালিকায়, তার দায় যাবে জেলাশাসকের উপরে। তার পরেও কোনও পরিবর্তন নেই। আমরা দাবি করেছি যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের নাম আবার নথিভুক্ত করার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন : জ্ঞানব্যাপী বিতর্কের মধ্যেই দিল্লিতে নোটিশ ছাড়াই গুঁড়িয়ে দেওয়া হল ৬০০ বছরের পুরনো মসজিদ
এসবের সাথে নির্বাচন কমিশনের কাছে তিনটি দাবী তো রয়েছে বিজেপির। তারা জানিয়েছেন যে, বারাসাতে বাংলাদেশীদের নাম ভোটার তালিকায় ঢোকানোর কথা বলেন রত্না বিশ্বাস কিন্তু তারপরও থেকে এই নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও তারা জানিয়েছেন যে, নির্বাচন কমিশনকে ধোঁকা দেওয়ার জন্য রাজ্যের মধ্যে ৭৯ জন আইপিএস বা ডব্লুপিএস পর্যায়ের এবং ২৮৫ জন ইন্সপেক্টর পর্যায়ের পুলিশ অফিসারের বদল করা হয়েছে। সেই নিয়েও পদক্ষেপ নেওয়ার আর্জি রেখেছেন তারা।