এবার শুভেন্দুর পদ বাতিলের দাবি অভিষেকের, বিরোধী দলনেতার এই মন্তব্যকে করলেন হাতিয়ার

বাংলা হান্ট ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে সাংসদ পদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। এই প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছিলেন আগেই। এ বার রাহুলের সদস্য পদ বাতিল হওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানালেন, মোদি-মন্তব্যে যদি অন্যান্য অনগ্রসর শ্রেণির ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, তাহলে বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধেও সেই আইন প্রযোজ্য নয় কেন?

বুধবার কলকাতার শহিদ মিনার চত্বরে তৃণমূল যুব কংগ্রেসের সভায় বক্তৃতা করেন অভিষেক (TMC)। এর পর সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চেও পৌঁছন তিনি। দুই জায়গাতেই শুভেন্দুর বিরুদ্ধে তফসিলি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ‘মোদি পদবীর লোকেদের চোর বলায় দু’বছরের জেল হয়েছে রাহুল গান্ধীর। তাঁর সাংসদ পদ চলে গিয়েছে। তাহলে এ রাজ্যের বিরোধী দলনেতা, যিনি বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদাদের বলেছিলেন, ‘আমার জুতার তলে থাকে’, তাঁর দু’বছরের জেল হবে না কেন? কেন তাঁর পদ খারিজ হবে না?’

দেশের সংবিধান অনুযায়ী, আইন সকলের জন্য সমান হলেও, বিজেপি-র (BJP) লোকজনদের ক্ষেত্রে আইন খাটে না বলেও এ দিন অভিযোগ করেন অভিষেক। তিনি বলেন, ‘আইন কি আমার জন্য আলাদা, আর আপনার জন্য আলাদা?  আমি তৃণমূল করি বলে আইন এক, আর আপনি বিজেপি করেন বলে আর এক? এ কোথাকার আইন?’

abhishek

বীরবাহা সম্পর্কে শুভেন্দুর মন্তব্যের ভিডিও ঘিরে কয়েক মাস আগেই উত্তাল হয়েছিল বাংলার রাজনীতি। একটি ভিডিও সামনে এসেছিল, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তাতে শুভেন্দুকে বলতে শোনা যায়, “এই যে বীরবাহা, দেবনাথ বসে রয়েছে। এরা তো শিশু! এরা আমার জুতার নিচে থাকত।” এ দিন সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুললেন অভিষেক।

রাহুলের বিরুদ্ধে সুরত কোর্ট যে রায় দিয়েছে, সেই আইনকে হাতিয়ার করেই শুভেন্দুর বিরুদ্ধে তাঁরা আদালতে যাবেন বলেও এ দিন জানান অভিষেক। তিনি জানিয়েছেন, ওবিসি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হয়েছে বলে যদি রাহুলের সাজা হয়, তাহলে তফসিলি সম্প্রদায়ের ভাবাবেগ আঘাত করে কেন শুভেন্দু জেলে যাবেন না? এটা নিয়ে আগামী একমাসের মধ্যে পিটিশন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তৃণমূলের আইনজীবীদের।

Sudipto

সম্পর্কিত খবর