বং ক্রাশের বলিউড পাড়ি! নতুন চ‍্যালেঞ্জের আগে মন দিয়ে হিন্দি শিখছেন আবির

বাংলাহান্ট ডেস্ক: টলিউডে তাঁর উপাধি ‘বাঙালির ক্রাশ’। কখনো ফেলুদা, ব‍্যোমকেশ, সোনাদার মতো দুঁদে গোয়েন্দা, কখনো চরম রোম‍্যান্টিক নায়ক, আবার কখনো ঠান্ডা মাথার ভিলেন, যে চরিত্রতেই তিনি হাত দেন সব সুপারহিট। তিনি আবির চট্টোপাধ‍্যায় (abir chatterjee)। ব‍্যোমকেশ রূপে তাঁর গোয়েন্দাগিরিতে তো টলিউডের দর্শক মুগ্ধ। কিন্তু বলিপাড়ার দর্শকদেরও তো মন জয় করতে হবে। তাই বাংলা থেকে সোজা মুম্বই পাড়ি দিয়েছেন আবির।

অনির্বাণ, পরমব্রত সহ তাঁর একাধিক সহ অভিনেতাই ইতিমধ‍্যে বলিউডে অভিষেক করে ফেলেছেন। বাকি ছিলেন শুধু আবিরই। এবারের পুজোয় সেই সুখবরটাও দিয়ে দিলেন অভিনেতা। ইতিমধ‍্যেই শহরের বাইরে পাড়ি দিয়েছেন আবির। এবারের পুজোটা কলকাতার বাইরেই থাকছেন তিনি।

78885492
খবর মিলেছে, একটি হিন্দি ওয়েব সিরিজের জন‍্য শুটি‌ং করছেন আবির। সংবাদ মাধ‍্যমকে অভিনেতা জানান, জোর কদমে হিন্দি বলার প্র‍্যাকটিস চলছে তাঁর। হিন্দিতে অবশ‍্য খুব একটা খারাপ নন আবির। আগে তিনি শেয়ার মার্কেটে কাজ করতেন। তখন প্রায়ই হিন্দিতে কথোপকথন চালাতে হত। তবে কাজের জন‍্য বলা আর সংলাপ বলার সময় গড়গড় করে হিন্দি বলা দুটো তো এক নয়।

তাই আপাতত সেটাই আয়ত্তে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবির। তিনি বলেন, সব ভাষাই বলার একটা নির্দিষ্ট ধরন আছে। সে বাংলা হোক বা হিন্দি। সেটাই রপ্ত করার চেষ্টা করছেন তিনি। আবির আরো বলেন, প্রত‍্যেক শিল্পীই তাঁর কাজকে বৃহত্তর জনতার কাছে পাঠাতে চান। সেই কারণেই অনেক টলিউড অভিনেতা বলিউডে পাড়ি দিচ্ছেন। তাঁরও সেই কারণেই আসা। পাশাপাশি বিশেষ ধরনের চিত্রনাট‍্যের জন‍্য পরিচালক প্রযোজকরাও ভিন্ন ভাষাভাষীর অভিনেতা অভিনেত্রীদের খুঁজছেন। এতে ছবিরও মান বাড়বে বলে মনে করেন আবির।

টলিউডে অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন আবির। তবে সেই অর্থে কমেডি চরিত্র তেমন করা হয়নি। অভিনেতার ইচ্ছা, এমনি একটি চরিত্রে অভিনয় করার। জরুরি নয় যে মোটা দাগের কমেডি দিয়েই মানুষকে হাসাতে হবে। সূক্ষ্ম হাস‍্যরসেও মানুষের মুখে হাসি ফোঁটে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর