‘নিয়ম ভঙ্গের চেষ্টা করবেন না’, ব্যালট নাকি EVM? রায় শোনাল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) মাঝেই বিরাট রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত স্পষ্ট জানাল, ব্যালট নয়, EVM-এই হবে ভোট। সেই সাথে ভোটের পর ৪৫ দিন পর্যন্ত ইভিএম সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সেই সাথে ভিভিপ্যাটের ১০০ শতাংশ ভোট মিলিয়ে দেখা আর্জি সংক্রান্ত সমস্ত মামলা খারিজ করল শীর্ষ আদালত।

এইদিন মামলাটি উঠেছিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চে। ভিভিপ্যাটের ১০০ শতাংশ ভোট মিলিয়ে দেখার পাশাপাশি ব্যালট প্রক্রিয়ায় নির্বাচন এবং ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ জমা দেওয়ার অনুমতি চেয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। এইদিন সমস্তকিছু শোনার পর মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত‌।

এইদিন রায় দেওয়ার সময় বিচারপতি সঞ্জীব খান্না বলেন, ‘ভিভিপ্যাটের প্রতীক লোডিং প্রক্রিয়া সম্পন্ন হলে প্রতীক লোডিং ইউনিটগুলি সিল করা হবে। সিল করা সেই বাক্স ৪৫ দিনের জন্য স্ট্রংরুমে রাখা হবে। পরে এর যাচাইকরণের সময় সকল প্রার্থীরা সেখানে উপস্থিত থাকতে পারেন। জেলা নির্বাচন কর্মকর্তা সেই ইউনিটের ডেটার সত্যতা যাচাই করবেন। সেই ইউনিটের মেমোরি চেক করার দায়িত্বে থাকবেন ইঞ্জিনিয়াররা।’

আরও পড়ুন : ‘নিয়ম ভঙ্গের চেষ্টা করবেন না’, ব্যালট নাকি EVM? রায় শোনাল সুপ্রিম কোর্ট

এরপরই ইভিএম প্রসঙ্গে বিচারপতি জানান, ‘ইভিএম-এ যদি কারচুপি হয়ে থাকে এবং তা ভেরিফিকেশনের সময় ধরা পড়ে, তাহলে সেই প্রক্রিয়ায় খরচ হওয়া অর্থ প্রার্থীদের ফিরিয়ে দেওয়া হবে।’ একইরকম মত বিচারপতি দীপঙ্কর দত্তেরও। তিনি বলেন, ‘যদিও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। কিন্তু একটি সিস্টেমকে অন্ধভাবে সন্দেহ করলে তা নিয়ে সংশয় জন্ম নিতে পারে। তাই এইসব ক্ষেত্রে অর্থপূর্ণ পর্যালোচনা প্রয়োজন।’

1 20240426 115721 0000

বিচারপতির সংযোজন, ‘বিচার বিভাগ, আইনসভা যেখানেই হোক না কেন। সকল স্তম্ভের মধ্যে সম্প্রীতি ও আস্থা বজায় রাখে গণতন্ত্র। বিশ্বাস ও সহযোগিতার সংস্কৃতি লালন করেই আমরা আমাদের গণতন্ত্রের কণ্ঠকে শক্তিশালী করতে পারি।’ এরপরেই ইউরোপের ব্যালট ভোটের উদাহরণ টেনে আনা হয় আদালতে। যার জবাবে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, ‘একটা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করবেন না। এমন উদাহরণও দেবেন না। ইউরোপের উদাহরণ এখানে কাজ করে না।’ জাস্টিস সঞ্জীব খান্না আবার বলেন, ‘ভারতে ভোটারের সংখ্যা ৯৭ কোটি। ব্যালট জমানায় কী ঘটত, সেটা আমরা সবাই জানি। আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমরা ভুলিনি।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর