বলিউডে ‘বং ক্রাশ’, বাংলা জয়ের পর এবার হিন্দি ওয়েব সিরিজে আবির! রইল প্রথম ঝলক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: খবর আগেই মিলেছিল। টলিউডের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ‍্যায় (Abir Chatterjee) পাড়ি দিচ্ছেন বলিউডে। হিন্দি সড়গড় করার কাজে নিজেকে ব‍্যস্ত রেখেছেন ‘ব‍্যোমকেশ’। অবশেষে প্রকাশ‍্যে এল আবিরের বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘অবরোধ সিজন ২’ এর প্রথম ঝলক।

হিন্দি ওয়েব সিরিজে সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে আবিরকে। কয়েক সেকেন্ডের টিজারেই অ্যাকশন দৃশ‍্যে অভিনেতাকে দেখে উত্তেজিত নেটনাগরিকরা। ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে আবির লিখেছেন, ‘নতুন সফর শুরু হতে চলেছে। অপেক্ষার খুব শীঘ্রই অবসান হবে।’


‘অবরোধ’ ওয়েব সিরিজের প্রথম সিজন মুক্তি পেয়েছিল ২০২০ সালের জুলাই মাসে। সার্জিকাল স্ট্রাইকের কাহিনি নিয়ে তৈরি সিরিজে অভিনয় করেছিলেন অমিত সাধ, নীরজ কবি, দর্শন কুমার, অনন্থ মহাদেবন, মধুরিমা তুলির মতো অভিনেতা অভিনেত্রীরা। দ্বিতীয় সিজনে আগের কিছু অভিনেতারা ছাড়াও দেখা যাবে সঞ্জয় সুরি, রাজেশ খট্টর, আহানা কুমরার মতো অভিনেতা অভিনেত্রীদের। সোনি লাইভ OTT প্ল‍্যাটফর্মে দেখা সিরিজটি।

এর আগে সংবাদ মাধ‍্যমকে অভিনেতা জানিয়েছিলেন, জোর কদমে হিন্দি বলার প্র‍্যাকটিস করেছেন তিনি। হিন্দিতে অবশ‍্য খুব একটা খারাপ নন আবির। আগে তিনি শেয়ার মার্কেটে কাজ করতেন। তখন প্রায়ই হিন্দিতে কথোপকথন চালাতে হত। তবে কাজের জন‍্য বলা আর সংলাপ বলার সময় গড়গড় করে হিন্দি বলা দুটো তো এক নয়। তবে প্রথম ঝলকে আবিরের হিন্দি দেখে সন্তুষ্ট নেটিজেনরা।

https://www.instagram.com/tv/CdnOKiUIKu6/?igshid=YmMyMTA2M2Y=

ছোটপর্দায় অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন আবির। তাঁর প্রথম ছবি ‘ক্রস কানেকশন’। তারপর থেকে কখনো ফেলুদা, ব‍্যোমকেশ, সোনাদার মতো দুঁদে গোয়েন্দা, কখনো চরম রোম‍্যান্টিক নায়ক, আবার কখনো ঠান্ডা মাথার ভিলেন, যে চরিত্রতেই তিনি হাত দেন সব সুপারহিট। শেষবার ‘আবার বছর কুড়ি পরে’ ছবিতে দেখা গিয়েছিল আবিরকে।

সম্পর্কিত খবর

X