বডি শেমিংকে পাত্তা দিতে নারাজ আবির, দিলেন ‘ফাটাফাটি’ থাকার মন্ত্র

বাংলাহান্ট ডেস্ক : নতুন স্বপ্ন বুননের গল্প বলতে গরমের ছুটিতে আসছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) নতুন বাংলা ছবি ফাটাফাটি (Fatafati)। বর্তমানে ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত এই তারকা জুটি। আর তাই মাঝেমধ্যেই হতে হচ্ছে সংবাদ মাধ্যমের মুখোমুখি।

সমাজের চোখে যা কিছু ‘অসুন্দর’ এবার সেগুলির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন ‘ফাটাফাটি’ টিম। মেয়েদের যেন কোনও কিছুতেই নেই শান্তি। শরীরে মেদ জমলেই শুনতে হয় ‘একটু বেশি মোটা’, আবার মেদহীন শরীর হলে ‘এত্ত রোগা কেন’? আবার অনেককে শুনতে হয় বেঁটে। কেউ আবার বড্ডো বেশি লম্বা। তবে শুধু কি মেয়েরাই? নাকি বডি শেমিংয়ের শিকার হতে হয় ছেলেদেরকেও?

Fatafati

অরিত্র মুখোপাধ্যায় এর পরিচালনায় এবং উইন্ডোজ প্রোডাকশনের প্রযোজনায় এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নিবেদনে আসছে ‘ফাটাফাটি’। এই ছবিতে ফুটে উঠবে একজন প্লাস সাইজ মডেলের গল্প। আর এই ছবির জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন অভিনেত্রী। আর সে কারণেই বারবার তাঁকে পড়তে হয়েছে হেনস্থার মুখে। কিন্তু হার মানতে নারাজ পর্দার ফুল্লরা।

Ritabhari Chakraborty

সোশ্যাল মিডিয়ার দৌলতে দিনের পর দিন বাড়ছে নানান জিনিস নিয়ে শেমিং। বর্তমানে রূপের চাইতে গুনের কদর অনেক অনেক বেশি। এই বিষয়ে এক সাংবাদিক সাক্ষাৎকারে আবির জানান, ‘ অনেকেরই ধারণা অভিনয়ের দিক থেকে অনেকটাই পিছিয়ে পুরুষ অভিনেতারা। আসলে আমরা কাকে কিভাবে দেখবো সেটা আমাদের মনের ওপরেই নির্ভরশীল’।

Abir Chatterjee

অভিনেত্রীর সংযোজন, ‘ যদিও আমার মোতে সৌন্দর্য্যের হয়না কোনও সংজ্ঞা। আমাদের ‘ফাটাফাটি’ ছবি বডি শেমিং নিয়ে বার্তা দেবে। তবে আমি এটা কখনই বলব না যে এই ছবি দেখার পরেই সকলেই বডি শেমিং নিয়ে ট্রোল করা ছেড়ে দেবে। তবে আমাদের আমাদের তরফ থেকে মানুষকে বোঝানোর চেষ্টা অবশ্যই করব’।

Abir Chatterjee
তারকারা কেন নিজেদেরকে এতটা ফিট রাখেন? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অভিনেতা বলেন, ‘আমাদের মধ্যে দিয়ে দর্শকরা নিজেদেরকে দেখতে ভালোবাসেন। আমরা বহু মানুষের সামনে নিজেদেরকে উপস্থাপনা করছি। আর সে কারণেই আমাদের নিজেদেকে ফিট রাখা ভীষণ প্রয়োজন’।

additiya

সম্পর্কিত খবর