প্রথম বার জুটি বাঁধছেন আবির-মিমি, পুজো এবার জমে ক্ষীর!

Published On:

বাংলা হান্ট ডেস্ক : মে মাসের পর ফের বছরের শেষে নয়া ধামাকা নিয়ে বড় পর্দায় ফিরছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। এই প্রথমবার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakrabarty) সঙ্গে জুটি বাঁধছেন এই অভিনেতা। অনুরাগীদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় সুখবর দিয়েছেন এই দুই তারকা। চলতি বছরের দূর্গা পূজাতেই বক্স অফিসে মুক্তি পাবে তাঁদের নয়া ছবি।

যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ছবির নাম। তবে অভিনেত্রী কিছুটা হলেও আন্দাজ দিয়েছেন, তাঁর কথায়, বিশ্বমানের কিছু একটা আসতে চলেছে। চলতি মাসের ১৫ তারিখ থেকেই শুরু হবে শুটিং। তবে কলকাতায় নয়। শহরতলীতেই ছবির সিংহভাগ দৃশ্য ক্যামেরা বন্দী করা হবে। এমনটাই জানালেন দুই তারকা।

Abir-Mimi

ছবি নিয়ে বলতে গিয়ে ভিডিও বার্তায় অভিনেতা আবির চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা এমন ছবি বানাতে চলেছি যেটা সকলেরই ভীষণ ভালো লাগবে’। অভিনেতা-অভিনেত্রীর এহেন ঘোষণার পরেই শুরু হয়েছে নানান জল্পনা। একাধিক প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে। কোন ছবি নিয়ে হাজির হচ্ছেন এই তারকা জুটি তা জানতে মরিয়া ভক্তরা।

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় জুটি বাঁধছেন আবির-মিমি। যদিও এর আগে একসঙ্গে পর্দায় কাজ করেছেন এই তারকা জুটি তবে জুটি বেঁধে এই প্রথম দর্শকদের সামনে আসছেন তাঁরা। আলাদা আলাদা ভাবে দুজনেই কাজ করেছেন শিবু-নন্দিতারে সঙ্গে। মিমি চক্রবর্তী অভিনীত ‘পোস্ত’ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। অন্যদিকে আবির চট্টোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ ছবির পরিচালনার দায়িত্ব সামলেছেন তাঁরা।

হাতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। চলতি বছরের মে মাসেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী বন্দ্যোপাধ্যায় অভিনীত ‘ফাটাফাটি’ ছবি। এই ছবিতে একেবারে অন্যরকম রূপে দেখা যাবে অভিনেত্রীকে। আর এসবের মাঝেই ফের নয়া খবর শোনালেন অভিনেতা।

সম্পর্কিত খবর

X