বাংলাহান্ট ডেস্ক : সোমবার সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল রাজ্যের আকাশ। ভরা মাঘেও বৃষ্টি-শীতের দোলাচলে নাজেহাল রাজ্যবাসী। এই অবস্থায় এবার সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবহাওয়ার উন্নতি ঘটবে রাজ্যে। নামবে রাতের পারদও। তবে দক্ষিণবঙ্গের বর্ষণে লাগাম এলেও আপাতত আগামী ৪৮ ঘন্টা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৭° সেলসিয়াস
আদ্রতা : ৯৩%
বাতাস : ১১.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৫%
আজকের আবহাওয়া
ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করা ঘূর্ণাবর্তের জেরে বদলাতে চলেছে রাজ্যের আবহাওয়া। সোমবার অবধি আকাশের মুখ ভার থাকলেও মঙ্গলবার থেকে উন্নতি ঘটবে তার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে মে ২২° সেলসিয়াস এবং ১৭° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ থাকবে ৯৩%। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৬° সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় বেশ কয়েক ডিগ্রি বেশি।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৬ জানুয়ারির মধ্যে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দুই দিনাজপুরের মতন জেলা গুলিতেও। দার্জিলিং জেলার কিছু কিছু স্থানে রয়েছে তুষারপাতের পূর্বাভাসও। আগামী ৪৮ ঘন্টা কোনো পরিবর্তন হবে না রাতের তাপমাত্রার। তবে তার পর থেকেই নামবে রাতের পারদ। যার জেরে ৪° অবধি কমতে পারে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশাচ্ছন্নই থাকবে উত্তরের জেলাগুলি।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকে পরিবর্তন হতে চলেছে রাজ্যের আবহাওয়া। বৃষ্টিতে লাগাম লাগবে দক্ষিণে। বুধবার অবধি তেমন কোনো পরিবর্তন না হলেও তারপর প্রায় ২-৩° কমবে তাপমাত্রা। ২৬ জানুয়ারি অবধি চলবে কুয়াশার প্রকোপও।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬° সেলসিয়াস। অল্প বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কাল থেকেই উন্নতি হবে আবহাওয়ার। মেঘাচ্ছন্ন থাকলেও মিলতে পারে রোদের দেখা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ আরও কিছু জায়গা ধোঁয়াশায় ঢাকা থাকবে সকালবেলা।