বাংলাহান্ট ডেস্কঃ দিল্লীতে এক রাজনৈতিক ভূমিকম্পের সম্মুখীন হল বিজেপি (Bharatiya Janata Party)। শাহিনবাগে (Shahinbagh) নাগরিকত্ব আইনের প্রতিবাদী আন্দোলনের মুখ শাহজাদ যোগ দিলেন বিজেপিতে। বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিএএ আইনের প্রতিবাদে রাজধানী দিল্লীর শাহিনবাগে পথ আন্দোলনে সামিল হয়েছিলেন শাহজাদ।
বিজেপিতে যোগ দিলেন শাহজাদ
লকডাউনের পূর্বেও যারা বিজেপির বিরুদ্ধে গিয়ে সিএএ আইনের প্রতিবাদে সামিল ছিল, কিন্তু করোনার কারণে তারা বাধ্য হয় আন্দোলন প্রত্যাহার করতে। রবিবার সেই রাজধানীতেই বিজেপি দলে নিজের নাম নথিভুক্ত করলেন শাহজাদ সহ আরও প্রায় ১০০ জন আন্দোলনকারী।
অভিভূত দল বিজেপি
এই ঘটনার জেরে বিজেপির কেন্দ্রীয় নেতা শ্যাম জাজু জানিয়েছেন, “কিছু রাজনৈতিক দল মুসলিমদের ভুল পথে চালনা করেছিল। কিন্তু মুসলিমরা আজ বুঝতে পেরেছেন তাঁদের কোন নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। তাই শাহিনবাগের আন্দোলনকারী সব মানুষ আজ বিজেপিতে যোগ দিয়েছেন”।
শাহজাদের বক্তব্য
বিজেপিতে যোগ দিয়ে শাহজাদ আলি জানিয়েছেন, “বিজেপি আমদের শত্রু নয়, একথা আমরা বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা সিএএ নিয়ে একসঙ্গে বসে আলোচনা করব। মুসলিমদের মধ্যে যেসকল ব্যক্তিরা বিজেপির বিরুদ্ধে ভুল পোষণ করেন, তাঁদের ভুল ভাঙ্গিয়ে দিতে আমি বিজেপিতে এসেছি।”