বাংলাহান্ট ডেস্ক : কমপক্ষে 14 টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটল বাংলাদেশে (Bangladesh)। ঢাকা ট্রিবিউন এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের উদ্ধৃত করে। এই প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনাগুলি ঘটেছে বালিয়াডাঙ্গি উপজেলায় শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। স্থানীয় পুজো উদযাপন পরিষদের এক কর্তা জানিয়েছেন কোন মূর্তির হাত-পা ভাঙা হয়েছে, আবার কোন মূর্তির মাথা ভেঙে দেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন পুকুরে ফেলে দেওয়া হয়েছে একাধিক মূর্তি।
এএনআই জানিয়েছে, মূর্তি ভাঙচুরের ঘটনা সামনে আসার পর ডেপুটি কমিশনার মেহেবুবুর রহমান ঘটনাস্থলে যান। এছাড়াও ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত। তারা জানিয়েছেন, ধানতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি এলাকায় নয়টি, পারিয়া ইউনিয়নের কলেজ পাড়া এলাকায় চারটি ও চারুল ইউনিয়নের শাহাবাজপুর নাথপাড়ার একটি মন্দিরে ১৪ টি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে।
এই বিষয়টি নিয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি খইরুল আনম বলেছেন, আমাদের বিশ্বাস এই পুরো ঘটনাটি ঘটেছে শনিবার রাত থেকে রবিবার সকালের মধ্যে। একই সাথে ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার বলেছেন, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এই ঘটনায় কারা জড়িত রয়েছে। সত্যিটা তদন্তের পর সামনে আসবেই।
মূর্তি ভাঙচুরের ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকাগুলিতে। স্থানীয় বাসিন্দারা প্রবল আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কাশিনাথ সিং নামে সিন্দুরপিন্ডি এলাকার এক বাসিন্দা বলেছেন যে, আমরা খুব ভয়ে আছি। যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।