বাংলাহান্ট ডেস্কঃ অযোধ্যায় রামনগরীতে গড়ে উঠছে রাম মন্দির (ram temple)। গত বছর আগস্টের ৫ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং উপস্থিত থেকে রাম মন্দিরের ভূমি পূজন করা হয়। তারপর থেকে শুরু হয় রাম মন্দির নির্মানের কাজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন রাম মন্দির নির্মানের ট্রাস্টে অর্থ দান করছেন।
যে যার সাধ্যমত দান করেছেন রাম মন্দির নির্মানের ট্রাস্টে। দেশের বিভিন্ন তাবড় তাবড় ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ, এমনকি অনেক ছোট ছোট বাচ্চারাও তাদের জমানো অর্থ দিয়ে সাহায্য করেছে রাম মন্দিরের নির্মানে। সূত্রের খবর, রাম মন্দির নির্মানের ট্রাস্টে এখনও অবধি প্রায় ৩৫০ কোটি টাকা জমা পড়েছে বলে জানা গিয়েছে।
ভক্তরা তাদের ভগবানের মন্দির তৈরি করতে তাদের সাধ্যমত এখনও দান করে চলেছেন। অর্থ জমা দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আরও ৩ টি নতুন অ্যাকাউন্টও খোলা হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদায় এই অ্যাকাউন্ট গুলো খোলা হয়েছে। আপনি চাইলে এখনও দান করতে পারেন।
মকর সংক্রান্তি থেকে শুরু করে ভক্তরা এখনও এই মন্দির নির্মানে অর্থ সাহায্য করে চলেছে। শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতেই জমা পড়েছে প্রায় ১০০ কোটিরও বেশি অর্থ। বাকি অর্থ জমা পড়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদায়।
তবে জানা গিয়েছে, ভক্তদের দান করা অর্থের মধ্যে প্রায় ১৫০ কোটি টাকার চেক এখনও ভাঙ্গানো হয়নি। যা আর কিছুদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যার ফলে আরও বেড়ে যাবে মন্দিরের দান ভান্ডারের অর্থের পরিমাণ।