অনুব্রত মন্ডলকে ভিডিও করে হুমকি, গ্রেফতার এক নাবালক

বহু ক্ষেত্রে আম্ রা দেখেছি নানা রাজ নইতিক ব্যাক্তি কে নিয়ে অনেকেই মজা করে থাকেন। বেশির ভাব ক্ষেত্রে ইউ টিউবে ভিডিও করে হাসির খোরাক করে থাকে। কিন্তু আবার এরকম মজা করতে গিয়ে বহুবার নাজেহাল অবস্থা হয় এরকমও দেখা গেছে। এইবারের প্রসঙ্গ  বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল । স্বভাবে বরাবরই তিনি মারকাটারি, কাওকে তোয়াক্কা করে না , ভয় পায়না।

কিন্তু তাকে নিয়ে মজা করতে গিয়ে নিজেই বিপদে পড়লো তিন যুবক, তাদের সাথে ছিলো এক নাবালও।বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের  মেয়েকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া এবং তারপর  নাতি-নাতনি-সহ ফেরার হুমকি দেয় একটি ভিডিয়োতে। এরপরই শুরু হয় কেলেন্কারি কান্ড।  বীরভূম জেলা তৃণমূল তরফে ওই দুই যুবকের নামে বোলপুর থানায় অভিযোগ দায়ের করে। তাঁদের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬, ৫০৭, ১২০বি ও তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ও ৬৭এ ধারায় মামলাও রুজু করেছে পুলিশ।

 

 

 

AM2কিছুদিন আগেই বিশ্বভারতীতে বামছাত্রদের হুমকি দিয়ে অনুব্রত মন্ডল বলেন তাদের মেরে সুটিয়ে দেওয়া হবে” । আর এই ঘটনার পরেই ওই চারজন এই ভিডিও করেন ,তারপর সেই ভিডিও ইউটিউবে দেওয়া হয়। আর কিছুক্ষনের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ফালকাটা, রায়গঞ্জ ও পাঁশকুড়া থেকে ওই ৩ জনকে গ্রেফতার করেছে বীরভূম জেলা পুলিশ। তার মধ্যে সুকান্ত বর্মন এবং অরুপ সরকারকে গ্রেফতার করা হলে তাদের একন পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

আর ওই নাবালককেও গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেককেই ১লা ফেব্রুয়ারি আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এরকম একটা ঘটনার পর রিতিমত অবাক অনেকেই। তার পাশাপাশি এতো ছটো ছেলে তারা হঠাত এরকম করে হুমকি দিতে শুরু করবে এটাও আশা করেনি অনেকে। এখন  শুধু ওই চারজনকে আদলতে তোলার পালা।

সম্পর্কিত খবর