অবশেষে ধরা পড়লো জেএনইউ্তে ছাত্রছাত্রী নিগ্রহকারী সেই তরুণী

বছরের প্রথম মাসেই জেএনইউর মতন  একটি বিশ্ববিদ্যালয়ের বর্বর ঘটনার সাক্ষী হয়ে  রইল ভারতবর্ষ। গত রবিবার ৫ তারিখ জেএনইউর  হোস্টেলে বেশ কিছু বহিরাগত ছেলে এবং মেয়ে মুখ ঢেকে হাতে রড এবং ইট নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রিদের অপর চরাও হয়। ওই ঘটনায় গুরুতর আহত হন ছাত্র সংগঠনের সভানেত্রী ঐশী  ঘোষ। তার মাথা ফেটে যাওয়ায় তাকে হাস্পাতালে ভর্তি করা হয়। এমনকি তার মাথায় ১৬টি সেলাই পরে অপারেশনের ফলে।

কিন্তু এই ঘটনা নিয়ে নেটিজেনরা তাকে বেশ নিন্দার সুরে নানান কথা শোনন। এরপরে গোটা দেশের ছাত্রছাত্রী থেকে সাধারন মানুশ এবং সেলিব্রিতিরা প্রতিবাদে সোচ্চার হন। তারা মিটিং মিছিল করেন। কিন্তু এই নিয়ে প্রশাসন তেমন ভাবে নড়েচড়ে না বসায় বেশ ক্ষিপ্ত হন ছাত্রমহল।  কিন্তু ৫ তারিখের ওই ঘটনা ভাইরাল হয়ে যাওয়ার পরে সবাই ভিডিওতে দেখতে পান কিভাবে ওড়না দিয়ে মুখ বন্ধ করে পরিচয় লুকিয়ে ওই মহিলা ছাত্রছাত্রীদের নির্মম ভাবে মারছেন।

 

 

JNU 696x392 1

 

 

 

এই ঘটনায় প্রায় ১৯জন ছাত্রছাত্রীদের এখনো  ট্রমা সেন্টারে রাখা হয়েছে।  পুলিশ জানিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী। তবে তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। চিহ্নিত করা গিয়েছে আরও ৮ আক্রমণকরীদের।  ঘটনা সূত্রে জানা গেছে ওই তরুণী আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সদস্যা। কিন্তু সেইদিন কি কারনে এরকম করলো সেই নিয়ে পুলিশ এখনো জিজ্ঞাসাবাদ চালানো হবে।

এমনকি এই একই কারনে ওই তরুণীর নাম প্রকাশ্যে আনা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে আইনি নোটিস পাঠানো হবে। এই ঘটনার পর কেটে গেছে প্রায় এক সপ্তাহ কিন্তু তাও স্বাভাবিক হয়নি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আখন ছাত্রছাত্রীদের মধ্যে জড়তা কাটেনি। পাশাপাশি এই ঘটনায় পাশে দাঁড়ানো একাধিক বলিউড অভিনেতাদের তীব্র নিন্দার শিকারও হতে হয়েছে, তবুও তারা মানবিকতা ভোলেননি।

সম্পর্কিত খবর