সমীক্ষা বলছে দেশবাসীর কাছে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে অমিত শাহই সেরা

এনআরসি, সিএএ, এনপিআর নিয়ে সিএবি নিয়ে যখন উত্তাল দেশ। তখন দেশেরই বেশ কিছু মানুষ অমিত শাহ কে নিয়ে বেশ আশাবাদী। তাদের মতে অমিত শাহ তিনিই সেরা। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও তেমন তার সম্পর্ক অটুট।  দেশের কিছু মানুষ এনআরসি নিয়ে নাগরিকত্ব কিভাবে প্রমান করবেন সেই নিয়ে চিন্তায়, তারা বিজেপি সরকারকে তোপ দাগছেন।

আবার অন্যদিকে বিজেপি সরকারের নেওয়া সিদ্ধান্তে বেশ কিছু মানুষ বেজায় খুশি। তাদের মতে দেশে এই নিয়ম আসলে তবেই হিন্দুরা নিরাপদে থাকবে। দেশ উন্নত হবে, সব দিক থেকেই শান্তি বজায় থাকবে। কিন্তু এই দুই মেরুর দ্বন্দে রাজ্যে দেশে রোজ ঘটে চলেছে অশান্তি এবং প্রতিবাদ সভা। এই নিয়ে এখনো সমস্যার কনো সুরাহা হয়নি।” মুড ইফ দ্য নেশন “নামক এক সমীক্ষায় জানা গেছে ৪২ শতাংশ মানুষ মনে করেন ক্যাবিনেট স্বরাষ্ট্র মন্ত্রক এর দায়িত্ব ঠিক হাতে এসেছে।

AA 2

স্বরাষ্ট্র মন্ত্রক এর দায়িত্ব প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ভুল লোকের হাতে তুলে দেন নি। দুজন দুজনের কাজের মধ্যে সাম্যতা রেখেই দেশের মানুষদের কথা ভেবে কাজ করে চলছেন। আর প্রতিরক্ষা মন্ত্রকে ৩৯ শতাংশ মানুষ রাজনাথ সিংহ কে বেছে নিয়েছেন , তাদের মতে তিনি এই পদে ঠিক। নিরম্লা সীতারামন পেয়েছেন ২৬ শতাংশ। সব মিলিয়ে সবার প্রতি দেশের সাধারন লোকের একটা সম্যক ধারনা মিলেছে।

সব মিলিয়ে এখন দেশের জা পরিস্থিতি তাতে মানুষ কনোভাবেই বুঝতে পারছেন না কি হবে বা কি হতে চলেছে। আর অন্যদিকে একপ্রকার জনতা তারা সব ভরসা করে বসে আছেন বিজেপির উপর। আর তার ভিত্তিতেই এই সমীক্ষা করে  সম্যক ফলাফল পাওয়া  গিয়েছে। দেখার ব্যপার বিজেপি তা কিভাবে বজায় রাখতে পারে।

সম্পর্কিত খবর