৪০ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষায় পাকিস্তান

পাকিস্তান ভারত সম্পর্ক নিয়ে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখেনা সে কথা আমরা জানি। এবার আবার সমালোচোনার মুখে পাকিস্তান। কারন ৪০ জন রোহিঙ্গাকে জঙ্গি প্রশিক্ষন দিচ্ছে পাকিস্তান। ভারতকে আক্রমন করার কারনেই নাকি এই প্ল্যান করেছে পাকিস্তান ।এমনটাই মনে করছে ভারত।  ভারতের সীমান্ত রক্ষীদের এই সংবাদ দিয়ে সাহাজ্য করেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা।

ঢাকার কক্সবাজার থেকে ৪০ জন রোহিঙ্গাকে বেছে নিয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।  সেই ৪০ জনকে জঙ্গি প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছে জামাত উল মুজাহিদ্দিন অফ বাংলাদেশ। আইএসআই তাদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বলে খবর। ভারতে কবে কখন কিভাবে তারা প্রবেশ করবে সেই নিয়ে নতুন করে কোনো খবর না পাওয়া গেলেও যে কনো দিন হাম লা চালাতে পারে এই ৪০ জন রোহিঙ্গা।

 

CC12এতে প্রায় নতুন করে চিন্তা বাড়িয়েছে ভারত সরকারের। এই প্রশিক্ষ্নের পেছনে খরচ বাবদ ১ কোটি টাকা জামাত উল মুজাহিদ্দিন অফ বাংলাদেশকে দিয়েছে আই এস আই। সীমান্তে ভারতীয় সেনার কড়া পাহারার জন্য পাকিস্তান এর আগে ভারতে অনেকবার প্রবেশ করার চেশটা করলেও তা সম্ভব হয়ে ওঠেনি। আর তাই এবার নাশকতার ছক জাতে কনোপ্রকারে ভেস্তে না যায় সব্ দিক থেকে সেরকম ভাবে আপ্রান চেস্টা চালাচ্ছে এই জঙ্গিরা।

সুত্রের খবর পাওয়া গেছে এরা বারংবার চেস্টা চালানোর পরেও এমনটা হলে সেই দিক থেকে এবার আর ভুল না হয় তাই এবারে ভারতে বড় নাশকতা করবে। পাকিস্তানের গুপ্ত কোনখানে এই প্রশিক্ষন চলছে বলে জানা গেছে। তবে আসল জায়গাটা এখনো খুজে বার করা সম্ভব হয়ে ওঠেনি। কিভাবে এই সন্ত্রাস বাদী আক্রমন আটকানো সম্ভব হবে তা নিয়ে এখন চিন্তায় সরকার পক্ষ। এই নিয়ে সীমান্তেও আরো কড়া নজরদারি করা হবে বলে জানানো হয়েছে।

 

সম্পর্কিত খবর