মূত্রত্যাগ রুখতে অভিনব পন্থা, বেঙ্গালুরু মিউনিসিপাল কর্পোরেশন

নরেন্দ্র মোদীর সরকার সচ্চ্ছ ভারত অভিযান নিয়ে ততপর  হয়ার পর থেকেই ভারতের জাগায় জাগায় পরিস্কার পরিছন্নতা নিয়ে একাধিক প্রচার চালানো হয়েছে। প্রচারচ আর ও জোরদার করার জন্য খোদ  নরেন্দ্র মোদী রাস্তায় নেমে পরিস্কার করার পদক্ষেপ উঠয়ছেন। এর আগে মুম্বাই এবং চেন্নাই এর সমুদ্র তটে আমরা দেখতে পেয়েছি  নরেন্দ্র মোদী ময়লা এবং বোতল কুরাচ্ছেন । আর সেই ছবি এবং ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়।

এমনকি তার এই পদক্ষেপে খুশি হয় দেশবাসি। তার দেখাদেখি দেশের আমজনতাও রাতারাতি দেশের ময়লা কুড়ানোর কাজে নিজেকে এক ধাপ এগিয়ে দেন । কিন্তু তবু ও কথাও যে ন আম রা দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা এই বিষয় নিয়ে একদম সচেতন নয়। তারা নিজেদের ব্যবহার করা জিনিস ,রাস্তায় খানে সেখানে ফেলে রাস্তা ময়লা করতে শুরু করে। এর মধ্যে সবথেকে খারাপ কাজ করে সেখানে মল,মূত্র ত্যাগ করা।

 

TOILET2

 

তাতে পরিবেশে খারাপ গন্ধ ছড়য় । তার পাশাপাশি জীবানু ছড়ায় তা মারাত্মক  খারাপ। কিন্তু এবার রাস্তায় যেখানে সেখানে মূত্রত্যাগ রুখতে অভিনব এবার পন্থা নিল বেঙ্গালুরু মিউনিসিপাল কর্পোরেশন। সেই সব এলাকা চিহ্নিত করা হয়েছে পুরসভার তরফে। তার পর সেখানে লাগানো হয়েছে আয়না। অর্থাত সেখানে এ বার থেকে ওই সব এলাকায় দুষ্কর্ম করতে গেলে লজ্জার মুখোমুখি হতে হয় সেইসব মানুষ দের।

আর অভিনব পদ্ধতি কথা মাথায় রেখে ঐ আয়নাতে রাখা হয়েছে কিউআর কোড। সেই কিউআর কোড থেকে জেনে নেওয়া যাবে ওই এলাকায় নিকটবর্তী শৌচালয় কোথায় রয়েছে।  আর আশা করা হচ্ছে সেই কথা মাথায় রেখে জরিমানা দেওয়ার কথাও মাথায় রাখা হবে। সব মিলিয়ে এখন দেখার কথা বাস্তবে তা কতদিনে কাজে করা সম্ভব হয়। তবে এই নতুন পদ্ধতি কিছুটা হলেও বদলাবে আমদের দেশকে।

সম্পর্কিত খবর