দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিজেপির বিরুদ্ধে, শিবসেনার সমর্থনে আছে: শরদ পাওয়ার

Published On:

রাজ্যের মহা-অঘোরি জোট সরকার গঠনের সূত্র প্রসঙ্গে বলতে গিয়ে শরদ পাওয়ার বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা আমাদের বলেছেন , এনসিপি, শিবসেনার সঙ্গে হাত মেলালে কোনও অসুবিধা নেই। শুধু েযন বিজপি ক্ষমতার বাইরে থাকে।”  আর এই নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। রাজনীতির ময়দানে নতুন করে এই মন্তব্য সাড়া ফেলেছে আবার।

এন্সিপির সংখ্যালঘু শাখা আয়োজিত এক সভায় এদিন শরদ পাওয়ার বলেন ভোটের ফল বার হয়ে যাওয়ার অনেকদিন পরেও বিজেপি-শিবসেনা সরকার গড়তে অনেক সময় নিয়ে নেয়। তাদের ওপরে নজর রাখা হয় চার সপ্তাহের পরেও তারা সরকার গঠন করতে পারেন নি। এই নিয়ে বেশ কিচুদিন আগেও একবার জলঘোলা হয়েছিলো , তারপরে এখানেই সশষ নয় নিরবাচ্বচে ফলাফল বেরানোর পরেও একটা অশান্তির পরিবেশ হয়েছিলো।

তাতেও অনেক কস্টে এই সমস্যার হাল বের করা হয়। কিন্তু এইদিন আবার শরদ পাওয়ার জানান  “মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার আর দিল্লির সংখ্যালঘুদের থেকে প্রস্তাব চাই। এনসিপি-শিবসেনার সম্ভাব্য জোট নিয়ে ওরা কি ভাবছেন? সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের থেকে জানতে চাওয়া হয়েছিল।

তখনই ওরা বলেছিলেন, আপনারা শিবসেনাকে সঙ্গে নিয়ে সরকার গড়তে পারেন। কিন্তু বিজেপিকে ক্ষমতার বাইরে রাখতেই হবে।” এদিন শরদ পাওয়ার আরো বলেন মুম্বাইয়ে সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি। তাই নাকি তারা বিজেপিকে ক্ষমতার বাইরে রাখার নিরদেশ দিয়েছিলো । আর তিনি এও বলেন এই সিদ্ধান্তকে সম্মান করা উচিত।

সম্পর্কিত খবর

X