বাংলা হান্ট ডেস্ক : তুমুল ঝড়বৃষ্টির আভাস দিল আবহাওয়া দপ্তর৷ টানা ৭২ ঘন্টা উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের জন্য আপাতত নেই কোনো সুখবর৷
জানা গিয়েছে, আগামী ২৩ তারিখের পর থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির আগমন ঘটতে চলেছে৷
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে ক্রমাগত একটি নিম্নচাপ ধীরে ধীরে বাড়ছে এবং ২৩ মার্চ থেকে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টায় দেশের বেশ কিছু প্রান্ত ভাসবে তুমুল বৃষ্টিতে, ঠিক এমনটাই জানালো মৌসন আবহাওয়া দপ্তর৷ ঘণ্টায় ৬০ কিমি আসতে চলেছে একটি বিধ্বংসী ঝড়ো হাওয়া৷ বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরা, তেলঙ্গানা ছত্তীসগড়ে৷