সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু,বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

বাংলাহান্ট ডেস্ক: আলিপুর আবহাওয়া দপ্তর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গ সহ কলকাতার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। আবহাওয়ার পূর্বাভাস জানার আছে বিশেষ করে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ঘূর্ণাবর্তের ফলে দীঘা মন্দারমনিতে প্রবল জলোচ্ছ্বাস তৈরি হতে পারে।

802408 monsoon 2

আলিপুর এর আগেই জানিয়েছিল বঙ্গোপসাগরের আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার ফলে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হচ্ছে। আবহাওয়াবিদরা মনে করছেন যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কলকাতার বিভিন্ন জায়গায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।

ad

সম্পর্কিত খবর