Bangla Hunt Desk: আসন্ন নির্বাচনের পূর্বে নিজেদের শক্তিবৃদ্ধি করছে শাসক দল তৃণমূল (All India Trinamool Congress)। বাংলায় নিজেদের ক্ষমতা কায়েম রাখতে উঠে পড়েছে লেগেছে সবুজ বাহিনী। সেইমত চলছে ভাঙ্গা গড়ার খেলা। একদল ভেঙ্গে গড়ে উঠছে অন্যদল। শক্তি বাড়ছে অপরদলের।
শাসক দলে যোগ পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারী
সম্প্রতি ভাঙ্গরে নিজেদের ক্ষমতা জাহির করার দৌড়ে এগিয়ে গেল তৃণমূল বাহিনী। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের একটা বড় টিম যোগ দিল ঘাসফুল শিবিরে। পূর্বে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ভাঙড়ের পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের মাছিভাঙা, খামারআইট, নতুনহাট,গাজিপুর, মিদ্দে পাড়ার কয়েকশো মানুষ তৃণমূলের বিরোধী থাকলেও, আজ তাঁদের মধ্যে থেকে প্রায় তিনশো জন যোগ দিয়েছেন শাসক দলে।
খুশি তৃণমূল
একসময় এই মানুষেরা পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে যুক্ত হয়ে রাজ্য সরকারের বিরোধীতা করেছিলেন, সেইসঙ্গে ছিলেন জমি-জীবিকা ও বাস্তু কমিটির সদস্যও। আজ সেই আন্দোলনকারীদের পাশে পেয়ে আবেগাপ্লুত তৃণমূল দলও। ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগণা জেলা সভাপতি শুভাশিষ চক্রবর্তীর হাত ধরেই এই সকল মানুষেরা সবুজ শিবিরকে আরও শক্তিশালী করে তুলেছে।
হাতে তুলে দেওয়া হল দলীয় পতাকাও
দলে নতুন সদস্যের আগমনে খুশি তৃণমূল নেতৃত্বরাও। উন্নয়নের মহাযজ্ঞে তাঁদের পাশে পেয়ে দলে সাদরে আমন্ত্রণ জানালেন। সোমবার ভাঙড়ের পোলেরহাট বাজারে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে স্বাগত জানানো হল। সেইসঙ্গে দলের পরবর্তী কর্মসূচী নিয়েও আলোচনা করা হল।