বাংলা হান্ট ডেস্কঃ শিলিগুড়ির (Siliguri) এনজিপি (NJP) স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা! বৃহস্পতিবার সকাল ৮.৪০ নাগাদ ত্রিপুরাগামী একটি সেনাবাহিনীর (Army Train) ট্রেন স্টেশনে ঢোকে। সেইসময় এক সেনাকর্মী জলের ট্যাংকারে কত পরিমান জল আছে তা দেখতে ওপরে উঠেছিলেন। কিন্তু সেখানেই ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলে থাকা হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসেন সেই সেনাকর্মী সহ বেশ কয়েকজন জওয়ান। এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।
ঘটনার পর তড়িঘড়ি সেইসকল জওয়ানদের নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। একজনকে আশঙ্কাজনক অবস্থায় এনজিপির রেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই প্রাণ হারান তিঁনি। প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই সেনা জওয়ানই জলের ট্যাংকারের ওপর উঠেছিলেন।
বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন অন্যান্য সেনা আধিকারিক সহ রেলের কর্তারা। আরপিএফও পৌঁছেছে ঘটনাস্থলে। দুর্ভাগ্যজনক এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যাচ্ছে, স্টেশনের ৫ নং প্লাটফর্ম থেকে কিছুটা দূরত্বে এই ঘটনাটি ঘটে। বর্তমানে সেই প্লাটফর্ম সেনা তরফে ঘিরে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে আসেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের এডিআরএম । ঘটনায় আহত বাকি সেনাকর্মীদের প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনজেপি রেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।