দুর্ঘটনা দিলো বন্ধুর হদিশ

 

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি ” নর্থ ফ্লোরিডা রেস্কিউ ” দলের তরফে ইমারসনের একটি ছবি পোস্ট করা হয়।ইমার্সন, একটি ছোট্ট লাব্রেডর, তাকে ফ্লোরিডার রেস্কিউ দল উদ্ধার করলেও তাদের তরফে তার একটি ঠিকানা খুঁজে দেওয়া খুব কঠিন একটি কাজ হয়ে দাড়ায়।ইমারসনের ছবিটা নজরে আসে নিক আ্যবটের।পোষ‍্য প্রেমী আব‍্যট এর বাড়িত রয়েছে একটি বছর সাতেকের ল‍্যাব্রাডর।তবুও ইমারসনের মুখটা দেখে তার মন টা কেমন যেন করে ওঠে।তাই তার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয় সে।

 

যোগাযোগের পর যখন প্রথম বার সে ইমারসনের মুখোমুখি হয় ,তখন তাকে দেখে আর বাড়িতে না নিয়ে ফিরে আসতে পারে নি।

7dfc2 170255 road accident

দুজনের একটা বিষয়ে খুব মিল, তারা দুজনেই বধির।ইতিমধ্যে ইমার্সন কে ট্রেনিং দেওয়ার কাজ শুরু করেছেন নিক।

সম্পর্কিত খবর