আজই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, আর ঠিক কয়েক ঘণ্টা পর দুর্ঘটনা কামারকুণ্ডু রেলব্রিজে! মৃত এক

বাংলা হান্ট ডেস্কঃ কামারকুণ্ডু রেল্ব্রিজ উদ্বোধন নিয়ে দিন কয়েক ধরেই বিস্তর রাজনীতি চলছে। রাজ্য ও রেলের সহযোগিতায় তৈরি হওয়া এই ব্রিজ এর আগেই উদ্বোধন করেছিলেন তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার। কিন্তু উদ্বোধনের কয়েক দিনের মাথায় কিছু ত্রুটি থাকার কারণে সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ফের ব্রিজটি উদ্বোধন করার তোরজোড় শুরু হয়।

রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্রিজের উদ্বোধন করবেন। এরপর আপত্তি জানায় রেল। রেল কর্তৃপক্ষের দাবি, যেহেতু ব্রিজটি রেল ও রাজ্যের সহযোগিতায় তৈরি হয়েছে, সেহেতু রেলমন্ত্রীকেও ডাকা জরুরি। কিন্তু রাজ্যের তরফ থেকে জানানো হয় যে, সিংহভাগ যেহেতু রাজ্য দিয়েছে, সেহেতু রাজ্যের অগ্রাধিকার থাকবে। আর সেভাবেই এদিন সিঙ্গুর থেকে ভার্চুয়ালি কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আর উদ্বোধন করার কয়েক ঘণ্টার মধ্যেই বড়সড় দুর্ঘটনা ঘটে এই ব্রিজে। স্থানীয় সূত্রে জানা যায় যে, এদিন সন্ধ্যাবেলায় রেলব্রিজে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষ এতটাই জোরালো ছিল যে, দুজন দুই দিকে ছিটকে পড়েন।

তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। এরপর তাদের সিঙ্গুরের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য জনার মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে তড়িঘড়ি ডানকুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাপ্ত খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম তরুণ কুমার আদক (৪৮)। ওনার বাড়ি সিঙ্গুরের মদ্য হিজলা গ্রামে।


Koushik Dutta

সম্পর্কিত খবর