বাংলা হান্ট ডেস্কঃ নদিয়ার (Nadia) বেথুয়াডহরিতে ভয়ানক দুর্ঘটনা আর তার জেরে এদিন প্রাণ গেল মোট পাঁচজনের, যার মধ্যে দুইজন শিশু বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই শোরগোল ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, এদিন সকাল হতেই নদিয়ার বেথুয়াডহরিতে লরির সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। মোট পাঁচজন যাত্রীবাহী ওই গাড়িটিতে দুজন শিশু ছিল বলে জানা গিয়েছে। রায়গঞ্জ থেকে কলকাতার দিকে যাওয়ার সময় আচমকাই নদিয়ায় বেথুয়াডহরিতে ঘটে দুর্ঘটনাটি।
লরির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষের ফলে ভেঙেচুরে যায় বাহনটি এবং গাড়িটির মধ্যেই আটকে পড়ে সকল যাত্রী। এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার পর মুহুর্তে গাড়িতে আটক যাত্রীদের উদ্ধার করতে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে স্থানীয় থানায় খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ।
পরবর্তীতে ক্রেনের সাহায্যে উদ্ধারকার্য চালানো হলেও বাঁচানো সম্ভব হয়নি কাউকেই। সেই মুহূর্তেই মৃত্যু হয় সকল যাত্রীর। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এক স্থানীয় বাসিন্দা জানান, “এদিন সকালে বিকট শব্দ শুনতে দৌড়ে আসি। ততক্ষণে দেখি, একটি লরির সঙ্গে সংঘর্ষে ভেঙেচুরে গিয়েছে গাড়িটি। পরবর্তীতে গাড়িটির ভিতর যাত্রীদের উদ্ধার করতে হাত লাগানো হয়। অবশেষে পুলিশ এসে সকলকে উদ্ধার করে।”
এক্ষেত্রে মৃতদেহগুলির পরিচয় না জানা গেলেও পোস্টমর্টেমের জন্য প্রতিটি দেহ পাঠানো হয়েছে। উক্ত পাঁচ জনের নাম এবং তারা কোথায় থাকতেন, সে সকল বিষয় জানার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।