বাংলাহান্ট ডেস্ক : বুধবার সন্ধেয় আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই অনুষ্ঠানের শেষে এমনই হুড়োহুড়ি হয় যে বহু মানুষ পদপিষ্ট হয়ে যান। পায়ের চাপে পড়ে এক শিশু ও দু’জন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, শুভেন্দু থাকাকালীন বিশৃঙ্খলা হয়নি। তিনি বেরিয়ে যাওয়ার পরই শুরু হয় হুড়োহুড়ি। আর তার জেরেই এই দুর্ঘটনা।
জানা যাচ্ছে, আসানসোল পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা কাউন্সিলর চৈতালি তিওয়ারির স্বামী জিতেন্দ্র তিওয়ারিও।
জানা যাচ্ছে শুভেন্দু নিজেও বেশ কয়েকজনের হাতে কম্বল তুলে দেন বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন। কিছুক্ষণ সেখানে কাটিয়ে ওখানে থেকে চলে আসেন। স্থানীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারী চলে আসার পরই কে আগে শীতবস্ত্র নেবে তাই নিয়ে শুরু হয় ঠেলাঠেলি। কয়েক হাজার মানুষের মধ্যে তা ক্রমেই ধস্তাধস্তিতে পৌঁছায়।
সেই ঠেলাঠেলি বাড়তে বাড়তে মারাত্মক গোলমালের সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে অনেকেই মাটিতে পড়ে যান। আর তার পরই পদপিষ্ট হন অনেকে। গুরুতর আহত অবস্থায় অনেককেই দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই বৃদ্ধাকে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে এক শিশুকেও মৃত বলে ঘোষণা করা হয়।