ভয়াবহ দুর্ঘটনার শিকার অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর গাড়ি, প্রাণ গেল ২ জনের

বাংলাহান্ট ডেস্ক : বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না অনুব্রতর। এবার ভয়াবহ দুর্ঘটনার শিকার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষির গাড়ি। মৃত্যু হয়েছে দুই জনের। আহত হয়েছেন দেহরক্ষী নিজেও। আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার এলাকায়।

মঙ্গলবার গভীর রাতে সপরিবারে দুটি গাড়িতে ফিরছিলেন অনুব্রতর ওই দেহরক্ষী সায়গল হোসেন। জানা যাচ্ছে সেই সময়ই সামনে থাকা একটি ডাম্পারে সোজা ধাক্কা মারে গাড়িটি। ঘটনার জেরে মৃত্যু হয় সায়গল হোসেনের ৩ বছরের শিশু কন্যা এবং এক পেট্রোল পাম্প মালিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

কয়েকদিন আগেই গোরু পাচার মামলায় অনুব্রতর এই দেহরক্ষীকেই তলব করে সিবিআই। বারবার অনুব্রত মণ্ডল হাজিরা এড়ানোর জেরে তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে ডেকেই জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। টাকা লেনদেন এবং পাচারের ব্যাপারে প্রশ্ন করা হয় তাঁকে। অনুব্রতর অনেক বিষয়েরই সাক্ষী হওয়ায় সায়গলকে তলব করে রহস্যের পর্দা খানিক উন্মোচন করতে চেয়েছিল সিবিআই। এবার সেই সায়গলের গাড়িতেই ঘটল এহেন দুর্ঘটনা।

উল্লেখ্য, সিবিআইয়ের তলব এড়িয়ে ১৭ দিন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে কাটানোর পর আপাতত চিনারপার্কে নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত মণ্ডল। সেখানে চিকিৎসকদের বেঁধে দেওয়া কঠোর নিয়ম মেনেই চলছেন বীরভূমের তৃণমূল সভাপতি। যদিও এর মধ্যেও বারবার সিবিআই তাঁকে তলব করলেও সবকটিয়ে সবকটি এড়িয়ে গেছেন তিনি। আগামী ২১ মের পর তাঁর পছন্দ করা জায়গাতেই আসতে হবে সিবিআইকে এমনটাই শর্ত রেখেছেন অনুব্রত


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর