৫০ বছর পর বিরাট যোগ, শনির নক্ষত্রে প্রবেশ করছে মঙ্গল, লাভবান হবে ৩টি রাশি!

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে সময় ছোবলে আজ যে ফকির কাল সে রাজা। কিন্তু এই রাজা হওয়া ফকির হওয়া সমস্তটাই নির্ভর করে গ্রহদের স্থান পরিবর্তনের উপর। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, গ্রহদের স্থান পরিবর্তন মানবজীবনে বিরাট প্রভাব ফেলে। আর এবার এই কারণে ভাগ্য বদলাবে ৩ রাশির। খুব শীঘ্রই মঙ্গল তার স্থান পরিবর্তন করবে। আর তাতেই লাভবান হবেন আপনারা।

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, ভাগ্য বদলাবে তিন রাশির:

জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, চলতি বছরের ১২ এপ্রিল মঙ্গল স্থান পরিবর্তন করতে চলেছে। এই বিশেষ দিনে সকাল ৬ টা ৩২ মিনিটে মঙ্গল গ্রহ শনি নক্ষত্র অর্থাৎ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। আর মঙ্গল-পুষ্য যোগের ফলে ভাগ্য খুলবে ৩ রাশির। চাকরি এবং ব্যবসায় তুমুল উন্নতি হবে। সেইসাথে, দূর হয়ে যাবে সমস্ত বাধা-বিপত্তি। ফিরে আসবে মানসিক শান্তি।

According to astrology 3 Zodiac blessings of Mercury and Rahu

মঙ্গল-পুষ্য যোগের ফলে কারা হবেন লাভবান:

১) কর্কট রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, মঙ্গল-পুষ্য যোগের ফলে কর্কট রাশির জাতকেরা অত্যন্ত লাভবান হতে চলেছেন। এই সময় ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ হতে পারেন আপনারা। বড় বড় কোম্পানির সাথে চুক্তি হওয়ার যোগ রয়েছে। এই সময় আপনার সমাজের সম্মান বাড়বে। পাশাপাশি আপনার সাংসারিক জীবনে সমস্ত বাধাবিপত্তি কেটে যাবে। এই সময় দাম্পত্য জীবনে আপনারা সুখ উপভোগ করতে পারবেন। একে অপরের প্রতি বাড়বে ভালোবাসা।

আরোও পড়ুন : অষ্টম বেতন কমিশন কার্যকর হলেই ০ হয়ে যাবে DA? সরকারি কর্মীদের জন্য বড় খবর

২) কন্যা রাশি: এই সময় কন্যা রাশির জাতকদের জীবনেও আনন্দের সময় আসতে চলেছে। মঙ্গল-পুষ্য যোগের প্রভাবে এই সময় চাকরিজীবীদের প্রমোশন হওয়ার যোগ রয়েছে। আগের তুলনায় আর্থিক দিক থেকে আপনার উন্নতি ঘটবে। এই সময় নতুন ব্যবসার পরিকল্পনা থাকলে শুরু করতে পারেন। ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এই সময়টিকে কাজে লাগান। জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, কন্যা রাশির জাতকেরা সবদিক থেকেই লাভবান হবেন।

According astrology mangal dev blessings on 3 zodiac

৩) মীন রাশি: জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুসারে, মঙ্গল গ্রহ শনির নক্ষত্রে প্রবেশের কারণে মীন রাশি জাতকেরা ব্যবসায় সবচেয়ে বেশি লাভবান হবেন। এই সময় সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে। বিশেষ করে নতুন গাড়ি কিনতে পারবেন। চাকরিতে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধিও হতে পারে। অর্থাৎ এই তিন রাশির জাতকদের জীবনে খুব শীঘ্রই শুভ সময় শুরু হতে চলেছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর