পুরুষের এই ৩ গুণ থাকলেই হবে বাজিমাত! নারীরা ঘুরবে পিছে পিছে! বলেছেন স্বয়ং চাণক্য

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মহান অর্থনীতিবিদ হিসেবে আচার্য চাণক্যের (Chanakya) নাম শোনেন নি ভারতবর্ষে এমন মানুষ বিরল। শুধু তাই নয়, কৌটিল্য (Acharya Chanakya) একজন দার্শনিকও ছিলেন। তার নীতির উপর ভরসা রেখেই আজও বহু মানুষ সমস্যা থেকে মুক্তি পান। দৈনন্দিন জীবনের পথচলা থেকে শুরু করে কিভাবে সাফল্য আসবে, সেই প্রত্যেকটি বিষয় নিয়েই চাণক্য খোলাখুলি ভাবে মত প্রকাশ করেছেন।

চাণক্যর (Chanakya) মতে পুরুষদের গুণ

আর কৌটিল্যের মতামতের উপর ভিত্তি করি তৈরি হয়েছে চাণক্য নীতি (Chanakya Niti)। চাণক্য তার নীতিশাস্ত্রে শুধু যে ব্যবসার কথা উল্লেখ করেছেন এমনটা কিন্তু নয়। দৈনন্দিন জীবনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়ও বাতলে দিয়েছেন। এমনকি দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে, সেই হদিসও কিন্তু পাওয়া যায় চাণক্যের নীতি শাস্ত্রে।

Chankya Niti

আচার্য চাণক্য (Chanakya) তার নীতি শাস্ত্রে নারীদের আকর্ষণ করার জন্য পুরুষদের বেশ কিছু গুণের বর্ণনা করেছেন। এক কথায় বলতে গেলে আদর্শ পুরুষদের মধ্যেই সেই সব গুণগুলিই থাকে। চলুন, আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক আচার্য চাণক্যের মতে নারীরা পুরুষদের কোন কোন চরিত্র বেশি পছন্দ করেন।

আরোও পড়ুন : ‘বেহুঁশ হয়ে…’, পরিচালকের বাথরুমের কোমড ভেঙে ফেলেছিলেন স্বস্তিকা!

১. একজন সৎ চরিত্রের মানুষ- চাণক্য নীতি অনুযায়ী, মহিলারা বেশি পছন্দ করেন সেইসব পুরুষদের যারা সৎ এবং তাঁর স্ত্রী বা বান্ধবীর কাছ থেকে কিছু গোপন করেন না। এই ধরনের পুরুষদের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য মহিলারা যথাসাধ্য চেষ্টা করেন।

২) যেসব পুরুষ নারীদের কথা শান্তভাবে শোনেন- মহিলারা চান, তাদের জীবনসঙ্গী তাদের কথা ভাল ভাবে মন দিয়ে শুনুক। ফলে যেসব পুরুষরা খুব ভালো শ্রোতা হয়, তারা সবসময়ই নারীদের পছন্দের তালিকায় প্রথমে। মহিলারা খুব আনন্দ পান যখন তাঁদের সঙ্গী তাঁদের ছোট ছোট জিনিসগুলি মনোযোগ দিয়ে শোনেন।

chanakya

৩) চেহারার থেকে চরিত্র বেশি ভাল- নারীরা সবসময় পুরুষদের মনের প্রতি আকৃষ্ট হন। আচার্য চাণক্যের মতে, যখনই নারীরা তাঁদের জীবনসঙ্গী বেছে নেন, তখন তাঁর চেহারার চেয়ে চরিত্রের দিকে বেশি মনোযোগ দেন। এছাড়াও, মহিলারা সহজেই পরিশ্রমী পুরুষদের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হন বেশি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X